আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,
টেবিল ফ্যান একটি বাংলাদেশের একটি অন্যতম ইলেকট্রিক চার্জার ফ্যান
এটা গরমের জন্য খুবই প্রয়োজনীয়
এই ফ্যানটা আমরা অনেকেই ব্যবহার করি,কারণ সিলিং ফ্যানের তুলনায় অনেক ভাল সার্ভিস দেয় এবং ঠান্ডা বাতাস দেয়
এই চার্জার ফ্যানটা কিনছিলাম চৌদ্দশ টাকা দিয়ে এখন শীতের সিজন তেমন একটা ইউজ করা হয় না তবে খুবই ভালো সার্ভিস দিচ্ছে একটানা তিন চার ঘন্টা চলে
এই টেবিল ফ্যানটাও ভালো তবে এটা একটু বড় সাইজ যখন ছোট ফ্যানটার চার্জ শেষ হয়ে যায় তখন এটা ইউজ করি আমরা তবে এই ফ্যানটার লাইটিং সিস্টেম আছে কারেন্ট চলে গেলে লাইট ইউজ করি এটা দিয়ে এই ফ্যানটি কিনা ছিল তিন হাজার টাকা দিয়ে
এখন যেটা দেখাবো এটা শুধু কারেন্ট চলে এটাও ভালো গরমকালে কারেন্ট যখন থাকে তখন এটা ইউজ করি
my user id
@arfinroney
ধন্যবাদ সবাইকে