সিংহ একটি হিংস্র প্রাণী৷ এই প্রাণী জংগলে থাকে৷ সিংহ সচারাচর লোকালয়ে দেখা যায় না৷ সিংহ মাংসাশী প্রাণী৷ সিংহ আমরা চিড়িয়াখানায় দেখতে পারি৷ সিংহ অনেক বড় সাইজের হয়ে থাকে৷ সিংহের ওজন ৩০০ কেজির বেশি হয়ে থাকে৷ এদের থাবা অনেক শক্তিশালী হয়৷
সিংহ সাধারণত মাংস খেয়ে জীবন যাপন করে। জংগলে স্বীকার করে সিংহ বেঁচে থাকে৷ সিংহের প্রতিদিন ১০-১৫ কেজি মাংস লাগে। চিড়িয়াখানায় গরুর মাংস সিংহকে খাওয়ানো হয়৷ আমাদের রংপুরে চিড়িয়াখানায় দেখেছিলাম।
রংপুর চিড়িয়াখানায় বেশি সিংস লক্ষ্য করা যায় না৷ এখন ১-২ টা সিংহ আছে৷ কতৃপক্ষের অবহেলায় রংপুর চিড়িয়াখানার করুন দশা।