সবাইকে আদাব
আমি বিপ্লব সরকার
তারিখঃ২৫-০৯-২০২৩ইং
প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।
|
---|
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর একটি দেশ। বাংলাদেশের প্রাকৃতিক রুপে কোন শেষ নেই। বাংলাদেশ এক এক সময় রুপে সাজে। বাংলাদেশের সব থেকে সুন্দর রূপ হচ্ছে বর্ষাকালে বিলে বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে। যেমন শাপলা পদ্মফুল ইত্যাদি। এ সময় বেশিরভাগ বিলে পদ্মফুল দেখা যায়। আমি কিছুদিন আগে একটি বিলে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি অনেকগুলো পদ্মফুল ফুটে আছে।
আমি যাওয়ার সময় আমার সাথে আমার কিছু ভাইদের কে নিয়ে যাই। কারণ তারা সেই এলাকার পরিচিত লোক তাদের সাথে আমার যাওয়া। তাদের সাথে গিয়ে আমি সেই সৌন্দর্য উপভোগ করি এবং সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিয়ে আসি। এরপর আমি কিছু ফুল তুলে নিয়ে আসি। আমাদের এই ফুলগুলো পুজোর সময় লাগে। তাই আমি অনেকগুলো ফুল বাড়িতে নিয়ে আসি এবং সেগুলো রেখে দেই।
বিলে পদ্মফুল যখন ফুটে তখন তা দেখতে বেশ সুন্দর লাগে। মনে হয় এখান থেকে আর বাড়িতে ফিরে না যাই। কারণ যখন ফুলগুলো ফুটে থাকে সেই ফুলের সাথে পরিবেশের যে সৌন্দর্য সেটি এক হয়ে যায় যা দেখতে বেশ মজা লাগে। এই বিলটি পার্বতীপুর শহর থেকে একটু দূরে অবস্থিত। এখানে যেতে হলে ভ্যানে অথবা মোটরসাইকেল যেতে হবে কারণ এখানে তেমন কোন যানবাহন চলে না। আমি আমার মোটরসাইকেল নিয়ে সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি।
বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
তথ্য | বিস্তারিত |
---|---|
বিষয় | ঐতিহ্য |
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি এ ৫২ |
সম্পাদন করা | হ্যাঁ |
অবস্থান | পার্বতীপুর,দিনাজপুর ,বাংলাদেশ |
ফটোগ্রাফার | @biplobsarker |
https://twitter.com/SarkerBipl19781/status/1706199279256436859?t=RjYvn-WxH-Kopb8sUdcWXg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit