গ্রামের ভ্রাম্যমাণ দোকান

in hive-157557 •  last year 

হ্যালো বন্ধুরা,,
আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টিকর রহমতে বেশ ভাল আছি। আজ আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে গ্রাম বাংলার ঐতিহ্য ভ্রাম্যমান দোকান নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG20230923104055.jpg

বাংলাদেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ জায়গা জুড়ে রয়েছে গ্রাম। আর গ্রামের পরিবেশ যে এতটা সুন্দর তা বলার বাইরে। তাদের সৌন্দর্যের মধ্যে অন্যতম হলো এই ভ্রাম্যমান দোকানগুলো যেগুলো কম বেশি প্রতিদিনই এসে থাকে। তবে প্রতিদিন কমবেশি আলাদা আলাদা দোকান আছে। এই দোকানটি মূলত একটি বুট বাদামের দোকান।। এই দোকানটি একজন বয়স্ক মানুষ নিয়ে এসেছি।

তিনি আগেও এই গ্রামে এসেছিল এই দোকানটি নিয়ে। প্রায় তিনি মালামাল নিয়ে বিক্রি করতে আসে আমাদের এই গ্রামে। তবে তার দোকানের বিশেষ গুণ হলো হলো তিনি যখনই আসেন ছোট ছোট ছেলে মেয়েরা তাকে ঘিরে ধরে। কারণ তিনি ছোটদের জন্য বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে যেগুলো ছোট ছোট ছেলে মেয়েরা অনেক পছন্দ করে। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বু ট বাদাম আশা ও বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে যেগুলো তারা পছন্দ করে।

IMG20230923104100.jpg

IMG20230923104108.jpg

তবে তিনি এই খাবারগুলো টাকার বিনিময়ে কম বিক্রি করে থাকে তিনি বাড়ির জিনিস যেগুলো ফেলে দেওয়ার মত সেই জিনিসগুলো দিয়ে তিনি খাবার দিয়ে থাকে। বোতল প্লাস্টিকের জুতা প্লাস্টিকের সামগ্রী তাছাড়া মেয়ে মানুষের চুল যেগুলো দিয়ে তিনি খাবার দিয়ে থাকে। তবে মাঝে মাঝে ছোট ছোট ছেলে মেয়েরা এমনি নিয়ে খেয়ে থাকে। যখন ছোট ছোট ছেলে মেয়েরা খাবারের জন্য বায়না করে তখন তিনি তাদের বিনামূল্যে খাবার দিয়ে থাকে।

IMG20230923104103.jpg

আমি ব্যক্তিগতভাবে বলতে চাই লোকটির ব্যবহার বিশেষ ভালো তিনি সপ্তাহে একদিন আমাদের গ্রামে আসে এসব খবর নিয়ে। আমাদের গ্রামে তিনি ভালই ব্যবসা করেন। লোকটি ভালো বিধায় মাঝে মাঝে তার কাছে সবাই বাকি নিয়ে থাকে দুই এক দিন পর তারা টাকা পরিশোধ করে দেয়।

ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন এই কামনাই করি। শুভকামনা রইল আপনাদের প্রতি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!