আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি আপমাদের সাথে ইটের ভাটা নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
বাংলাদেশ হলো একটি দরিদ্র দেশ।এদের বেশির ভাগ মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য কাজ করে থাকে।তবে বেশির ভাগ মানুষই মানসিক শ্রমের চেয়ে কায়িক শ্রম করে থাকে। শহরের মানুষ গার্মেন্টস ও কিছু ফ্যাক্টরিতে কাজ করলে ও গ্রামের মানুষ কৃষি জমিতে বা অন্য কোথায় কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে।তাদের মধ্যে অন্যতম হলো ইটের ভাটা। যেখানে কায়িক শ্রমের মাধ্যমে কাজ করার পর অর্থ উপার্জন করা হয়।
| |
এই ইদের ভাটা সাধারণ ৩/৪ মাস চলে থাকে। আর বাকি মাস বন্ধ অবস্থায় থাকে।যে সময়টা বৃষ্টি থাকে ওই সময়টায় মূলত বন্ধ থাকে এই ইটের ভাটা। আর যে ৩/৪ মাস কাজ হয় এই সময়ে তারা বাকি মাসের ইট প্রস্তুত করে নেয়।এই ইটের ভাটায় কাজ এতোটা সহজ না। সেখানে মূলত প্রচুর হাড় ভাঙা খাটুনীর মাঝে থাকতে হয়।এই ইটের ভাটার কাজ মূলত শুরু হয় খুব ভোর থেকে।মিনিমাম ৩ টা থেকে কাজ শুরু হয়।এখানে কাজ মুলত ২ থেকে ৩ দল লোক করে থাকে।এক লোক মুলত তারা কাদা প্রস্তুত করে। তারাই মূলত রাত ৩ টার দিকে এসে কাজ শুরু করে দেয়।আর যারা ইট বানায় তারা মূলত একটু দেরি করে আসে তারা ৫/৬ টার দিকে আসে কাজ করার জন্য।
ইটের ভাটায় কাজ মূলত সকাল থেকে একটা পর্যন্ত হয়ে থাকে। বাকি সময় গুলো কাজ করা হয় পরের দিন এর জন্য। আসলে পরের দিন কোথায় এবং কিভাবে কাজ করবে সেটা নিয়ে কাজ করে তারা। একজন ভালো ও সুস্থ মানুষ সারাদিনে ৩০০০থেকে ৩৫০০ পর্যন্ত ঈদ কাটতে পারে। আর বাকিরা ২৫০০ পর্যন্ত ঈদ কেটে থাকে। আরে ইট কাটা যে কতটা কষ্টের তা বলার বাইরে। একদিন গিয়েছিলাম ভয়ে পালিয়ে আসছি। কিন্তু আমাদের গ্রামের ছোট ছোট ছেলেরা অনায়াসে সারাদিন ঈদ কাটে।
মূলত যে ছেলেরা লেখাপড়া করে না তারাই মূলত এই ইটের ভাটা কাজ করতে যায়। আবার কেউ কেউ চায় কিছু টাকা ইনকামের জন্য। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কেউ আবার কাজ করে থাকে। যাই হোক এই ইটের ভাটার ফলে অনেক ছেলে ধ্বংসের মুখে চলে গেছে কারণ তারা যে টাকা পায় ইনকাম করে তা দিয়ে নেশায় তারা আসক্ত হয়ে গেছে। যা টাকা পায় সাথে সাথে নেশা খেয়ে উড়িয়ে দেয়। তবু ও এই ইটের ভাটা থাকার কারণে গ্রামের সাধারণ মানুষ একটু সচ্ছলতা আছে।
ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোন পোস্ট ততক্ষণ পর্যন্ত সবাই সুন্দর থাকুন এই কামনাই করি। শুভকামনা রইল আপনাদের প্রতি ❤️
https://twitter.com/Smn97541366047/status/1705935787366515186?t=772Pv6SNySCAhE2Wu4i__A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইট ভাটা নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। গ্রামের মানুষের কাছে এই ইট ভাটা অন্যতম আয়ের উৎস। গ্রামের প্রায় সব বয়সের মানুষই ইট ভাটায় কাজ করে থাকে। বাচ্চারাও অভাবের কারনে ইট ভাটায় কাজ করে। আমাদের বাড়ির কাছেই একটি ইত ভাটা আছে এবং সেখানে আমাদের গ্রামের সিংহভাগ লোক কাজ করে। তবে এই ইট ভাটার কাজ বছরে ৬ মাস চলে আর বাকি ৬ মাস বন্ধ থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit