মেয়েদের সাজার জন্য ব্যবহৃত চুড়ি ||steemCreated with Sketch.

in hive-157557 •  last year 

IMG_20230916_121625.jpg


চুড়ি মেয়েদের অনেক পছন্দের হয়ে থাকে। কমবেশি সকল বয়সের মেয়েরাই চুড়ি পরতে ভালোবাসে। বাসায় বয়ষ্ক থেকে শুরু করে সকল বয়সের মেয়ের হাতে চুড়ি পরতে দেখতে পাওয়া যায়। বর্তমানে মেয়েদের রেশমি চুড়ি পরতে বেশি দেখা যায়। আমি বেশ কয়েকদিন আগে মেলায় ঘুরতে গিয়েছিলাম। মেলায় গিয়ে মেয়েদের সবথেকে বেশি চুড়ির দোকান গুলোতে ভিড় দেখতে পাওয়া গেছে। আমি অবশ্য তেমন একটা চুড়ি কেনার নিয়াত করে যাইনি। পরে একজোড়া কালো চুড়ি দেখে আমার অনেক ভালো লেগেছিলো। কিন্তু হাতের মাপ না জানার কারনে কিনতে পারি নাই।



চুড়ি পরলে মেয়েদের হাতের সৌন্দর্য অনেক বেড়ে যায়। বিশেষ করে মেয়েরা শাড়ির সাথে চুড়ি পরলে সবথেকে বেশি ভালো মানায়। নীল শাড়ি হাতে রেসমি চুড়ি এবং কালো টিপ পরে অনেক মেয়েই মেলায় ঘুরতে যায়। আমি অবশ্য কোনো মেয়ের দিকে তেমন ভাবে তাকাইনি। চুড়ির কোয়ালিটি অনুযায়ী দাম কমবেশি হয়ে থাকে। শুধু কাচের রেশমি চুড়ি গুলোর দাম একটু কম।এই কাচের চুড়ি গুলো ৭০-৮০ টাকা হলে পাওয়া যায়। এই চুড়ি গুলো অনেক তাড়াতাড়ি ভেঙে যায় তাই তুলনামূলক দাম কম। আবার প্লাস্টিকের চুড়ি গুলো অনেক দিন ধরে ভালো থাকে। তুলনামূলক প্লাস্টিকের চুড়ি গুলোর দাম ও কম হয় তবে দেখতে তেমন একটা ভালো লাগে না।



এই চুড়ির দোকান গুলো সবথেকে বেশি দেখতে পাওয়া যায় বিভিন্ন মেলায় এবং ধর্মীয় সভায়। আপনারা উপরে যে ছবিটি দেখতেছেন এই ছবিটিতে থাকা চুড়ি গুলোর দাম তুলনামূলক অনেক বেশি। এই চুড়ি গুলো ৩০০ টাকা থেকে দাম শুরু করে ৫০০ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এই চুড়ি গুলোতে বিভিন্ন রকমের কাঁচের টুকরো দিয়ে নকশা করা হয়েছে যার কারনে দেখতে বেশ সুন্দর লাগে। অনেক চুড়িতে আবার বিভিন্ন রকমের ঝুনঝুনি লাগানো থাকে যার কারনে হাত নড়াচড়া করলেই আওয়াজ হয়ে থাকে। এই ধরনের চুড়ি গুলো অবশ্য ২০০-৩০০ টাকার মধ্যেই পাওয়া যায়। আপনারা যারা চুড়ি কিনবেন তারা অবশ্যই দেখে ভালো চুড়ি কেনার চেষ্টা করবেন।


IMG_20230916_121803.jpg

IMG_20230916_121749.jpg

IMG_20230916_121736.jpg

IMG_20230916_121718.jpg


আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই অনেক অল্প টাকায় যদি আপনারা প্রিয় মানুষকে খুশি করতে চান তাহলে অবশ্যই একজোড়া চুড়ি কিনে নিয়ে যাবেন। আমার অবশ্য এই অবিজ্ঞতা নাই। আমি অনেকের থেকে শুনেছি। চুড়িতে নাকি মেয়েদের একটা অন্যরকম ভালোবাসা থাকে।


ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনJJ9J+QVV Dinajpur


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মেয়েদের দুর্বলতার অন্যতম মাধ্যম হলো এই রং রংবেরঙের চুরি। যদি কোন মেয়েকে ভালো লেগে যায় আর যদি আপনি এই রংবেরঙের চুরি দিয়ে প্রপোজ করেন তাহলে আপনার ভালোবাসা বিফলে যাবে না। যাইহোক ফটোগ্রাফি গুলো কিন্তু অনেক সুন্দর তুলেছে আর অনেক সুন্দর ভাবে লিখেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

চুড়ি নিয়ে দারুণ উপস্থাপন করছেন ভাই। মেয়েদের পছন্দের অলংকার হচ্ছে চুড়ি, হাতের সৌন্দর্য বৃদ্ধিতে মেয়েরা চুড়ি দিয়ে হাতের সাজসজ্জা করে। জী ভাই ঠিক বলেছেন মেয়েরা শাড়ীর সাথে চুড়ি পড়লে বেশি সুন্দর লাগে। বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য মেয়েরা সাজসজ্জা করে। চুড়িতে নারীকে আরো আকর্ষনীয় করে তুলে। আপনি চুড়ি নিয়ে দারুণ উপস্থাপন করছেন ভাই ,ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মতো। আপনার বিয়েতে চুড়ি উপহার দিবো ভাবীকে দেওয়ার জন্য, তাড়াতাড়ি কাজ টা সেরে ফেলেন, শুভ কামনা রইলো ।

ধন্যবাদ।

চুরি মেয়েদের বেশ পছন্দের একটি জিনিস। মেয়েরা চুরি কিনতে এবং হাতে পড়তে বেশ পছন্দ করে। মেলায় গেলে মেয়ে মানুষেরা চুরি কেনার জন্য বেশ বায়না করে। আপনি বেশ চমৎকার চুরির ছবিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এবং চুরির দাম কেমন সবগুলো তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। চুরি কি আপনি কিনেছেন যদি না কিনে থাকেন তাহলে আপনাকে আমার একটি পরামর্শ দিতে মন চাচ্ছে আপনি এখন থেকে চুরি কিনে রাখেন বাসায় তাহলে পরে বিয়ের পর আপনার বউকে সারপ্রাইজ দিতে পারবেন। এতে আপনার বউ আপনার উপর খুশি হয়ে যাবে এবং আপনার বউ আপনাকে অনেক ভালোবাসবে। আর যদি কিনে না থাকেন তাহলে শাহিন ভাইয়ের মতো বউ ছেড়ে চলে যাবে। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনি যদি কিনে না থাকেন চুরি তাহলে তাড়াতাড়ি চুরি কিনে নিয়ে নেন। ধন্যবাদ আপনাকে চুরি নিয়ে বিশেষ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন। আপনার তোলা ছবি সব সময় বেশ ভালো হয়।

ধন্যবাদ ভাইয়া।

মেয়েদের সাজার জন্য ব্যবহৃত চুড়ি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলে আপনি ঠিক বলেছেন মেয়েদের একটু বয়স হলে এই চুরি তারা ব্যবহার করে থাকে এবং এ চুরি পড়া তাদের একটি ঐতিহ্য। আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি মেয়েদের হাতে চুরি এবং তারা বিয়ের পরে এই চুরি বেশি ব্যবহার করে থাকে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

ধন্যবাদ ভাই।

ঠিকই বলেছেন চুড়ি মেয়েদের অনেক পছন্দের হয়ে থাকে।কম বেশি সকল বয়সের মেয়েরাই চুড়ি পরতে ভালোবাসে।চুড়ি পরলে মেয়েদের হাতের সৌন্দর্য অনেক বেড়ে যায়।রেশমি চুড়ি যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে,আর অন্য চুড়ির চেয়ে দাম কম হয়ে থাকে।প্রত্যেক মেয়েই চুড়ি পরে থাকে কম বা বেশি।আপনি কাচের চুড়ির দাম উল্লেখ করেছেন।আপনি অনেক ধরনের চুড়ির দাম উল্লেখ করেছেন এবং বিবরন দিয়েছেন।শেষের কথাটা আমার অনেক ভালো লেগেছে।তবে এ কথা ঠিক চুড়িতে মেয়েদের অন্য রকম ভালোবাসা থাকে।আমার অনেক ভালো লাগে চুড়ি পরতে কিন্তু সব সময় পরিনা।আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ

ধন্যবাদ

মেয়েদের সাজার জন্য ব্যবহৃত চুড়ি নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এই চুড়ি গুলো মেলা ও সভায় গেলে দেখতে পাওয়া যায়। আমি আবতাফ গঞ্জের মেলায় এই চুড়িগুলো দেখেছিলাম। চুড়ি নারীর সৌন্দর্যের প্রতীক।

মেয়েদের হাতে পরার চুড়ি নিয়ে আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। চুড়ি পরতে সব মেয়েরাই পছন্দ করেন। আমিও চুড়ি পরতে খুবই পছন্দ করি। তবে সব সময় আমার চুড়ি পরা হয় না। মাঝে মাঝে শাড়ি পরলে চুড়ি পরি।কাচের রেশমি চুড়ি পড়তে আমারও খুবই ভালো লাগে । এবারের বাণিজ্য মেলায় চুড়ির ছবি তুলতে গিয়ে আমি বোকা বনে চলে যাই। কারণ তাদের দোকানে ছবি তোলা নিষেধ ছিল। আমি ছবি তুলতে শুরু করলে তারা আমাকে বলে দেয়। আপনি চুড়ির দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যে চুরিগুলো পছন্দ করেছেন সেগুলো নিয়ে রাখলেই পারতেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আমি কিনতে চেয়ে ছবি তুলেছি 😀

চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।সাজসজ্জার জন্য মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো এই চুড়ি। চুড়ি পরতে কম বেশি প্রতিটি মেয়ে অনেক পছন্দ করে। আপনি চমৎকার কিছু চুড়ির ফটোগ্রাফি করেছেন। আমার কাছে প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। আপনি ঠিক বলেছেন মেলায় ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পাওয়া এই চুড়িগুলোর দাম তুলনামূলক একটু বেশিই হয়। অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি আপনাকে ধন্যবাদ।

মেয়েরা তো চুড়ি সাথে ফুল পেলেই অনেক আনন্দ এ থাকে। তাদের যত নিত্যনতুন চুড়ি দিগে পারবেন ততও তাদের মন জয় করতে পারবেন। আর আপনি অনেক সুন্দর ভাবে কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যা সত্যিই অসাধারণ। সুন্দর ভাবে ফটোগ্রাফি করার পাশাপাশি অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ।

চুরি নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। প্রায় সব মেয়েরাই চুরি পড়তে ভালোবাসে। চুরি পছন্দ করে না এমন মেয়ে খুব কমই পাওয়া যাবে। শেষে এসে একটা মিথ্যা কথা কেনো বললেন ভাই? আপনার অভিজ্ঞতা না থাকলে কিভাবে জানলেন যে এক জোড়া চুরি দিলেই প্রিয়মানুষকে খুশী করা যায়?

দেও নাই মুই কখনো জানো না।

চুরি পরলে মেয়েদের হাতের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই চুরি মেয়েদের পছন্দের। তবে আজকাল মেয়েদের রেশমি চুরি পড়তে বেশি দেখা যায়। এই চুরি সাধারণত ছোট ছোট মেয়েদের পছন্দের হয়। নীল শাড়ী আর রেশমি চুরি আর কপালে লাল টিপ পড়লে মেয়েদের বেশি ভাল লাগে। মেয়েদের হাতের সৌন্দর্যের একমাত্র উৎস হলো চুরি। আর এই চুরি নিয়ে অনেক সুন্দর লিখেছেন।

ধন্যবাদ ভাই।

এই সব সাজার জিনিসপত্র মেয়েরা অত্যাধিক পছন্দ করে থাকে। তবে মেলায় গেলে তারা এই সকল জিনিসপত্রের দিকে বেশি সময় ব্যয় করে।

জি ঠিক বলেছেন।

বেশ দারুন একটি টপিকস নিয়ে লিখেছেন । চুড়ি কিন্তু নারীদের হাতে বেশ মানায়। আর যদি চুড়ি পড়া হয় শাড়ীর সাথে তাহলে তো আর কথাই নেই। বাংলার এৗতিহ্য বহন করে কিন্তু নারীর হাতের চুড়ি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ।