Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বাহ চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন আপনি। সেই ছোটবেলা থেকেই শুনে আসতেছি এই কথাটি যে বাসর রাতে নাকি বিড়াল মারতে হয়। একটি অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে শুনতে হবে যার বিয়ে হয়েছে যে বাসর রাতে কেমন করে বিড়াল মারতে হয়। যাই হোক এটি হলো একটি মানুষের লোকো কথা দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন অবশ্য অংশগ্রহণ করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে।

হ্যা

আপনি বেশ চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতার বিষয় হচ্ছে বিড়াল মারা সেটি আবার বাসর রাতে। এটি নিয়ে একটি গল্প রয়েছে যা আমরা মোটামুটি সবাই জানি। আশা করি আমরা সবাই এই গল্পটি আমাদের মত করে এখানে শেয়ার করব। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

🙂🤟👍

এইলা কনটেন্ট হামার জন্য নোহায়।এই গুলো যারা বিয়াও করছে তারা দিবার পাইবে। বাসর রাাইতের পিক কোটে পামো আর এই গুলো হারা কিছু জানি না। তোরা তো বিয়াও করছে নেন তোরা হামাক অ্যানা আইডিয়া দেন। না হইলে কারো কাছে শুনবার নাগবে এই কথার মানে কি।এই কথা কেউ শুনলে হাসতে হাসতে শেষ হওয়া যাইবে। আর যে পরিমাণ জ্বালাতন করবে তা বলার বাইরে।তাও চেষ্টা করমো দেখি কত দুর পারি.....

শুনি আসি লিখবেন৷

বেশ মজাদার একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছে। তবে কয়জনে কনটেস্ট অংশগ্রহণ করবে সেটাই আমার চিন্তা? যাহোক ছেলেদের এ বিষয়ে কোনো ভয় নেই। ওরা নির্দ্বিধায় এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে। বিষয়টা সত্যিই খুবই ইউনিক হয়েছে। আশা করি সবাই অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে কনটেস্টের আয়োজন করার জন্য।

চমৎকার একটি কনটেস্টের আয়োজন করেছেন। মানুষের মুখে প্রচলিত একটি লোককথা নিয়ে অনেক ধরনের মন্তব্য হয়। লোকমুখে প্রচলিত এই কথাটি যে যেভাবে দেখেন তার কাছে ঠিক তেমন। যারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। ধন্যবাদ ভাই আপনাকে এরকম মজাদার একটি কনটেস্ট এর আয়োজন করার জন্য।

অবিবাহিতরা কিভাবে এই কন্টেস্টে অংশগ্রহণ করবে...???

তোর দাদার কাছ থেকে শুন

প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতা কিন্তু বেশ দারুন একটি টপিকস নিয়ে করা হয়েছে। আশা করবো সবাই অংশ গ্রহণের মাধ্যমে তাদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তার সুন্দর সুন্দর মন্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ