এ্যালমান্ডা ফুল ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in hive-163213 •  10 months ago 

এ্যালমান্ডা ফুল সবাই চিনে৷ এখন হেমন্ত কাল৷ আর হেমন্ত কালে এ্যালমান্ডা ফুল ফুটে থাকে৷ এ্যালমান্ডা ফুল হলুর রং এর হয়ে থাকে৷ এই ফুল গুলো মাঝারি আকৃতির হয়ে থাকে৷ এই ফুল গুলো পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে৷ এ্যালমান্ডা ফুল এর দুটি জাত রয়েছে। একটি জাতের ফুল ছোট হয় আরেকটি বড় হয়৷ ছোট ফুলের গাছের ফুলের পাতা গুলো ছোট হয়ে থাকে৷ আর বড় ফুলের গাছের পাতা গুলো বড় হয়ে থাকে।

এই ফুল গুলো মানুষ বাড়ির গেটে লাগিয়ে থাকেন৷ এই ফুল গুলো বেশ সুন্দর। যারা ফুল ভালোবাসেন তারা এই ফুল তাদের বাগানে লাগিয়ে থাকেন৷ শহরের মানুষ তাদের বাড়ির গেটে এই ফুল গাছ লাগিয়ে থাকেন৷ আর গ্রামে বাগানে এই ফুল দেখতে পাওয়া যায়৷

এই ফুল গুলোর গন্ধ নেই৷ তবে এই ফুল এর রং উজ্জল৷ তাই মানুষ এই ফুল পছন্দ করে থাকেন৷ মানুষ সব সময় উজ্জ্বল বর্ণের ফুল গুলোই বেশি পছন্দ করে থাকেন৷ এই ফুল গুলো অনেকটা মাইকের মত দেখতে৷ এই ফুল বেশ কয়েন দিন থাকে গাছে৷ এই ফুল এর কড়ি গুলো বেশ বড় হয়ে থাকে।

20231022_170509.jpg

20231022_170506.jpg

20231022_170503.jpg

CameraSamsung Galaxy A13
Categoryflowers
LocationBangladesh
Photo Takenabul-bashar
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

এ্যালমান্ডা ফুলের ফটোগ্রাফিটি খুব সুন্দর লাগছে।এ্যালমান্ডা ফুল আমার খুব ভাল লাগে।ধন্যবাদ।