আছেন সবাই কেমন , আশা করি সবাই ভালো আছেন। শৈশব অনেক মজার , শৈশবের দুরন্তপনা অনেক ভালো লাগে। শৈশব অনেক স্মৃতি সকলের মাঝে বিরাজমান। শৈশবে কলা গাছ দিয়ে ভেলা বানাতাম, সেই ভেলা নিয়ে ঘুরে বেড়াতাম। সেই ভেলা দেখে আমি দেখতে পেলাম, তাই আপনাদের মাঝে সেই ভেলার ছবি নিয়ে হাজির হলাম। ছোট ছোট বাচ্চারা ভেলা তৈরি করে পানিতে খেলা করছে। আমার সেই স্মৃতি মনে পড়ে গেলো। ছোট বেলায় আপরাও খেলা করতাম ভেলা নিয়ে। কলা গাছ দিয়ে ভেলা তৈরি করতাম। নিয়ে ভেলা নিয়ে শাপলা তুলতে যেতাম। কলাগাছ কেটে সেগুলো রশি দিয়ে বেঁধে উপরে মাঁচা বানিয়ে চালাতাম। নৌকার পরিবর্তে এই ভেলা বানানো হয়। বাংলাদেশ বন্যা কবলিত এলাকা, বেশিভাগ এলাকা বন্যার পনিতে তলিয়ে যায়।
গ্রামের মানুষজন এই ভেলার সাথে সম্পৃক্ত, গ্রামের প্রতিটি পোলাপান ভেলা চিনে। শহরের বাচ্চারা ভেলা চিনবে না। কলাগাছ এর বাগান গ্রামে দেখা যায়। সেই বাগান হচ্ছে কলাগাছের ভেলা তৈরির মূল উপাদান। কেমন লাগলো আমার কলা গাছের ফটোগ্রাফি, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ