মরুভূমির প্রাণী উট পাখির ফটোগ্রাফি।steemCreated with Sketch.

in hive-163213 •  10 months ago 

হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে আমি মরুভূমির প্রাণী উট পাখি সম্পর্কে বলতে চাচ্ছি, এবং উট পাখির ফটোগ্রাফি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এক সময় উটের মতো দেখতে পাখিটি শুধু মরুভূমিতে দেখা যেত। বর্তমানে এ পাখিটি বিভিন্ন রকমের চিড়িয়াখানায় দেখা যায়। উটের মতো দেখতে বিশাল আকৃতির পাখিটি খাচায় বন্দী করে রাখা হয় চিড়িয়াখানাতে, এবং বিভিন্ন রকমের পার্কেও দেখা যায়, বিনোদনের জন্য রাখা হয়েছে। শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষরা এ পাখি দেখে অনেক আনন্দ পায়। একবার আমি ঢাকা চিড়িয়াখানায় গিয়েছিলাম। যেটি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, বিশাল আকৃতির পাখিটি শুধু দূর থেকেই দেখা যায়। স্পর্শ করা যায় না। পাখিটি দেখতে অনেক ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা এই পাখিটি দেখার জন্য ভিড় করে রয়েছে তার পাশে। পাখিটি ও যেন মানুষ প্রেমী হয়ে গিয়েছে, এখন আর তারা মানুষ দেখলে ভয় পায় না। মানুষের সাথে এক সম্পর্ক গড়ে উঠেছে চিড়িয়াখানায় থাকার সুবাদে। বন্দি এই পাখিটি হয়তো জানে না সে আর কখনো মুক্তি পাবে না। এই বিশাল আকৃতির পাখিটি দেখে সব সময় মুগ্ধ হতে হয়। বাচ্চা জন্ম দেওয়ার জন্য এরা ডিম দেয়, সেই ডিম থেকে উট পাখির বাচ্চা জন্ম হয়। কে কে উট পাখি দেখেছেন সেটি আমাদের জানাবেন।

received_338719652026328.jpeg

received_206848095756936.jpeg

received_2850906298407725.jpeg

received_260508246955314.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.