ফুসকা মেয়েদের একটি পছন্দের খাবার৷ তবে ছেলেরাও এ খাবারটি পছন্দ করেন৷ ফুসকা সৌখিন মানুষেরা খেয়ে থাকেন৷ বিকাল বেলা কোথাও ঘুরতে গিয়ে মানুষ ফুসকা খেয়ে থাকেন৷
এখন স্কুল ও কলেজ এর সামনে বা শিশু পার্ক গুলোর গেটের পাশে ফুসকা বিক্রেতা দেখা যায়৷ তারা নির্ধারিত স্থান নির্বাচন করে সেখানে দোকান দেন৷ ফুসকা দোকান গুলো ভালোই জমজমাট থাকে৷
ফুসকার দোকান বিকাল থেকে রাত ১২ টা পর্যন্ত ভালোই চলে৷ ফুসকা বাচ্চারা ও মেয়েরা বেশি পছন্দ করেন৷ ফুসকা বিভিন্ন ভাবে তৈরি করা হয়৷ বর্তমানে ৩০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত প্লেট পাওয়া যায়৷ মানুষ ৩০-৪০ টাকা প্লেট বেশি খেয়ে থাকেন৷
ফুসকা একটি জনপ্রিয় খাবার৷ এই খাবার সব জায়গায় কম বেশি পাওয়া যায়। নব্বই দশকে এর তেমন একটা প্রচলন ছিলো না৷ তবে বর্তমানে এর প্রচলন অনেক বেড়েছে এখনকার বাচ্চারা ফুসকা বলতে পাগল৷ এখন প্রত্যেকটি বাজারেই ফুসকার দোকান দেখতে পাওয়া যায়৷