সবাইকে আসসালামু আলাইকুম, এবং এবং অন্যান্য ধর্মালম্বীদের আদাব ও নমস্কার, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আজকে আমি করলা ফুলের ফটোগ্রাফি করতে যাচ্ছি। করলা খেতে সবাই ভালোবাসে, করলা শরীরের জন্য অনেক উপকারী। তিতে এই সবজি বাজারে প্রতিটি দোকান এ কিনতে পাওয়া যায়। খেতেও অনেক সুস্বাদু। তবে এই সবজি গাছ কেই দেখেছে বলে আমার মনে হয় না। তাইতো আমি যখন এই করলা ফুল দেখতে পেলাম তখন দেখতে অসাধারণ লাগলো। আমিও আগে কখনো করলা ফুল দেখি নাই। হলুদ এই ❀ টি অসাধারণ। ভালো লাগলো দেখে। চমৎকার ভাবে এই সবজি চাষ করা হয়। গ্রামের কৃষক এই সবজি উৎপাদন করে। সাথে অসংখ্য সবজি চাষাবাদ করে। কৃষক এর জীবনের অংশ বলা চলে এই সবজি। সবজী চাষ করে তাড়া জীবন সংগ্রাম পরিচালনা করে। সবজি জমি থেকে তুলে পাইকারী বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয় । তারপর সেই সবজি প্রতিটি ছোট ছোট বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয় সেখান থেকেই মানুষের কাছে পৌঁছে যায়। আমি বাজারে গেলে করলা কিনে নিয়ে আসি। তবে করলা গাছ কখনো দেখি নাই, এই প্রথম আমি দেখলাম।
কেমন লাগলো করলা ফুলের ফটোগ্রাফি তা কমেন্টের মাধ্যমে জানাবেন, কে কে প্রথম করলা ফুল দেখতে পেলেন সেটিও জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ
ভাই খুব সুন্দর হয়েছে করলা ফুলের ফটোগ্রাফি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit