প্রতি মাসেই নতুন চাঁদ উঠে৷ ১ মাস পর পর নতুন চাঁদ উঠে৷ ১৫ দিন সময় লাগে চাঁদটি বড় হতে৷ চাঁদ বড় হয়ে আবার আস্তে আস্তে মিলিয়ে যায় অন্ধকারে। রাতের আকাশ আলোকিত করে চাঁদ। চাঁদের যে কয়দিন আলো থাকে ঐ কয়দিনকে চাঁদনি রাত বলে৷ চাঁদের আলো সূর্যের আলোর মত প্রখর হয় না৷ চাঁদের আলোয় আশে পাশের কিছু জিনিস দেখা যায়৷ রাত উঠার ১৫-১৮ দিন পর্যন্ত চাঁদের আলো বুঝা যায়৷ এরপর চাঁদ আস্তে আস্তে হারিয়ে যায়৷ একটি পূর্ণাঙ্গ চাঁদ হতে ১ থেকে ১৫ দিন সময় লাগে৷ চাঁদ দেখতে সবাই পছন্দ করেন৷ চাঁদনি রাতকে কেন্দ্র করে অনেকেই অনেক উৎসাহিত থাকে৷ চাঁদনি রাতকে সবাই ভালোবাসেন৷ আমার তেমন চাঁদনি রাতকে দেখা হয় না৷ কাল হঠাৎ করে রাতে দেখলাম চাঁদটি বড় হয়ে গেছে৷ জানার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পচ্ছিম আকাশে৷
ফটো ক্রেডিট | @sumon8765 |
---|---|
ক্যামেরা | স্যামসাং এম১০ |
লোকেশন | গোপালপুর, ঢাকা, বাংলাদেশ |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চাঁদনি রাতের মাধূর্যতা চাঁদের মতই সুন্দর। চঁদনি রাত আমার খুবই পছন্দের।ধন্যবাদএত সুন্দর চাঁদের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit