আচ্ছালামুআলাইকুম বন্ধুরা,
কিছুদিন ধরে দিন রাত বৃষ্টি হচ্ছে৷ শরৎ কাল চলতেছে৷ শরৎকালের আকাশ বোঝা যায় না৷ শরৎকালের আকাশ এই ভালো এই খারাপ থাকে৷ হঠাৎ দেখবেন রোদ আবার হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়৷ আকাশের রূপ দেখে অবাক লাগে।
সেইদিন দুপুরে বাজারে গেলাম সিম রিপলেস করতে৷ সেই রোদ ছিলো দুপুর বেলা৷ বাজারে গেলাম৷ দেখি আকাশ কালো করতেছে। আর হঠাৎ করেই জোড়ে বৃষ্টি আরম্ভ হলো৷ হায়রে বৃষ্টি চারিদিকে পানি দিয়ে ভরে গেলো৷ এত পানি বলার বাইরে।
বিকালে মাঠে গিয়ে দেখি মাঠের করুন দশা৷ চারিদিয়ে পানি দিয়ে ভর্তি। মাঠে ঢোকার বুদ্ধি নাই।
ফটো ক্রেডিট | @sumon8765 |
---|---|
ক্যামেরা | স্যামসাং এম১০ |
লোকেশন | গোপালপুর, ঢাকা, বাংলাদেশ |
ভাই আপনার সাথে কন্ট্রাক্ট করার মতো ডিসকোড আইডির লিংক টি দেওয়া জাবে.?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু বললে কমেন্ট করে বলুন। আমি উত্তর দিয়ে দিবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit