চটকা জাল দিয়ে মাছ ধরা হয় গ্রামের নদীতেsteemCreated with Sketch.

in hive-163213 •  last year 

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে অসংখ্য নদ নদী রয়েছে। আজকে আমি নদী থেকে মাছ ধরার জন্য ব্যবহৃত যে জাল ব্যবহার করা হয়, সেই জালের প্রাকৃতিক সৌন্দর্য, আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নদীর প্রাকৃতিক দৃশ্য দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। নদী ও মানুষের সাথে গভীর মিতালী রয়েছে। নদীর সাথে মানুষের জীবন পারস্পরিকভাবে মিশে রয়েছে। কিছু মানুষ নদী থেকেই তাদের জীবন জীবিকা পরিচালনা করে, তারা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাছ ধরে। সেই মাছ বাজারে বিক্রি করে সামান্য কিছু অর্থ আয় করে, সেই অর্থ দিয়ে তাদের জীবন চলে। যে জাল টি দেখতে পাচ্ছেন, সে জাল হলো শিবজাল। বাঁশের কাঠির সাহায্য মাছ ধরা হয় এই জাল দিয়ে। এই জাল হলো ভাগ্য পরীক্ষা করার জাল। যেটাকে অনেকে ধর্মজাল বলে থাকে। এই দৃশ্যটি আপনি গ্রামের নদীতে দেখতে পাবেন, এবং দেখে মুগ্ধ হয়ে যাবেন। কেমন লাগলো আমার জালটি সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20230929_165741_643.jpg
IMG_20230929_165817_795.jpg
IMG_20230929_165818_809.jpg
IMG_20230929_165822_924.jpg
IMG_20230929_165821_373.jpg

সবাই কে অসংখ্য ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!