আমরা জ্বালানির জন্য খড়ি ব্যবহার করি৷ খড়ি গাছ থেকে সংগ্রহ করা হয়৷ গাছে ডাল থেকে খড়ি হয়৷ গাছ যখন কাটা হয়৷ তখন সেখান থেকে ডাল বের হয়৷ ডাল থেকে পাতা ছাড়িয়ে নিতে হয়৷
এছাড়া গাছের বাকলও খড়ি হিসেবে ব্যবহার করা হয়৷ কিছু কিছু গাছের বাকল অনেক বড় হয়ে থাকে৷ সেই সকল বাকল খড়ি হিসেবে ব্যবহার করা হয়৷
এছাড়া নারিকেল ও সুপারি গাছ কেটেও খড়ি বানানো হয়৷ কিছুদিন আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার কিনারায় মানুষ রোদে খড়ি শুকাতে দিয়েছে৷খড়ি যত শুকনা হয় তত জলে ভালো৷ খড়ি তাই রোদে শুকায় সুষ্ক করতে হয়৷ খড়ি কাঁচা থাকলে জলে না৷
ফটো ক্রেডিট | @sumon8765 |
---|---|
ক্যামেরা | স্যামসাং এম১০ |
লোকেশন | গোপালপুর, ঢাকা, বাংলাদেশ |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit