Landscape PhotographysteemCreated with Sketch.

in hive-163213 •  last year 

আচ্ছালামুআলাইকুম বন্ধুরা,

আমাদের এলাকায় মানুষের ভিড় অনেক৷ এলাকা ছোট কিন্তু কিন্তু জনবসতি অনেক৷ রাস্তাঘাটে প্রচুর ভিড় থাকে। একটা জেলায় যেমন ভিড় তেমন আমাদের উপজেলায় ভিড়৷ উপজেলা মনেই হয় না৷ আমাদের এলাকার মানুষ ট্রেনে যাতায়াত বেশি করে থাকেন৷

বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সব জায়গায়ই ট্রেনের জনপ্রিয়তা অনেক৷ ট্রেনে যাত্রা ঝুঁকিহীন। বাসে যেমন ঝুকি থাকে৷ তেমনটা ট্রেনে নেই৷ ট্রেনের টিকিট পাওয়া যায় না বললেই হয়৷ আমাদের এলাকা মানুষ ট্রেনে যাওয়া আসা করে৷ আমরা ছোট গন্তব্যে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে থাকি৷ ট্রেনে ভ্রমণ আমার কাছে ভালোই লাগে৷

রেল লাইন দিয়ে হেটে স্টেশনে যেতে ভালোই লাগে৷ রেল লাইনের পাশেই টেম্পু স্টান্ড৷ টেম্পু গুলো রেললাইনের পাশে দাঁড় করানো। রেললাইন দিয়ে কিছু লোক হেটে যাচ্ছিলো৷

ফটো ক্রেডিট@sumon8765
ক্যামেরাস্যামসাং এম১০
লোকেশনগোপালপুর, ঢাকা, বাংলাদেশ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...