আচ্ছালামুআলাইকুম বন্ধুরা,
আমাদের এলাকায় মানুষের ভিড় অনেক৷ এলাকা ছোট কিন্তু কিন্তু জনবসতি অনেক৷ রাস্তাঘাটে প্রচুর ভিড় থাকে। একটা জেলায় যেমন ভিড় তেমন আমাদের উপজেলায় ভিড়৷ উপজেলা মনেই হয় না৷ আমাদের এলাকার মানুষ ট্রেনে যাতায়াত বেশি করে থাকেন৷
বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সব জায়গায়ই ট্রেনের জনপ্রিয়তা অনেক৷ ট্রেনে যাত্রা ঝুঁকিহীন। বাসে যেমন ঝুকি থাকে৷ তেমনটা ট্রেনে নেই৷ ট্রেনের টিকিট পাওয়া যায় না বললেই হয়৷ আমাদের এলাকা মানুষ ট্রেনে যাওয়া আসা করে৷ আমরা ছোট গন্তব্যে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে থাকি৷ ট্রেনে ভ্রমণ আমার কাছে ভালোই লাগে৷
রেল লাইন দিয়ে হেটে স্টেশনে যেতে ভালোই লাগে৷ রেল লাইনের পাশেই টেম্পু স্টান্ড৷ টেম্পু গুলো রেললাইনের পাশে দাঁড় করানো। রেললাইন দিয়ে কিছু লোক হেটে যাচ্ছিলো৷
ফটো ক্রেডিট | @sumon8765 |
---|---|
ক্যামেরা | স্যামসাং এম১০ |
লোকেশন | গোপালপুর, ঢাকা, বাংলাদেশ |
https://twitter.com/sumon876516914/status/1712175168926470563?t=7jAKFPJR_2GHKnJL6411zQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit