আচ্ছালামুআলাইকুম বন্ধুরা,
এখন বাজারে প্রত্যেকটি শাকসবজির উর্ধগতি লক্ষ্য করা যাচ্ছে৷ যে কচু কয়েক বছর আগে ১০-২০ টাকা কেজি ছিলো এবছর ১ কেজি কচু দাম ৭০-৮০ টাকা। প্রত্যেকটি সবজির দাম প্রায় ৬০ টাকার উপরে। ১ কেজি ইন্ডিয়ান পেঁয়াজ এর দাম ৭০ টাকা৷ দেশি পেঁয়াজ ৮০-৯০ টাকা৷ ১ কেজি হলেন্ডার আলুর দাম ৪৫ টাকা। দেশি আলু ৫৫-৬০ টাকা৷ এক কেজি রসুন ২৫০ টাকা৷ ১ কেজি আদা ৩০০ টাকা৷ ১ কেজি কাঁচা মরিচ ৩০০ টাকা৷ ১ কেজি পটল ৬০ টাকা৷ ১ টি লাউ ৪০ টাকা৷ বাজারে গেলে দাম শুনলে মনে হয় কান্নাকাটি করি৷ বাজারে গেলেই মন খারাপ হয়ে যায় দাম শুনে৷ এত দামে শাকসবজি কিনে খাওয়া যায় নাকি৷ সবজি কিনতেই সপ্তাহে বর্তমানে ৫০০ টাকা লেগে যাচ্ছে। মাছ ও মাংস তো দূরের কথা৷ কি আর বলবো সাধারণ মানুষ না খেয়ে মারা যাওয়ার উপক্রম। লেবু দাম তুলনা মূলক কম আছে এখন৷ তবে ১ কেজি শসা ৬০ টাকারও বেশি এখন। ছবিতে শসা ও লেবুর ছবি আপনারা দেখতে পারতেছেন।
ফটো ক্রেডিট | @sumon8765 |
---|---|
ক্যামেরা | স্যামসাং এম১০ |
লোকেশন | গোপালপুর, ঢাকা, বাংলাদেশ |