প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা। আপনাদের কি আজকে আমি ড্রাগন ফল নিয়ে কিছু কথা বলবো। যে ফল খেতেও ভীষণ সুস্বাদু। বাজারে যে ফলের চাহিদা ভীষণ। দিন দিন ড্রাগন ফলের জনপ্রিয়তা বাড়ছে। পাহাড় অঞ্চলের ড্রাগন ফলের চাষ বেশি করা হতো। কিন্তু বর্তমানে সমতল ভূমিতেও ড্রাগন ফলের চাষ হচ্ছে। বাজারের অলিতে গুলিতে ড্রাগন ফল পাওয়া যাচ্ছে, হকাররা ড্রাগন ফল বিক্রি করলে ভালো টাকা আয় করছে। ড্রাগন ফল ভিতরে টুকটুকে লাল , এবং দানাদার। বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ এটা খেতে পারে। আগের থেকে তুলনামূলক এখন দাম অনেক কমে পাওয়া যাচ্ছে, তাইতো অনেকের কাছে প্রিয় ফুল হতে চলেছে ড্রাগন। একটি ড্রাগন গাছ থেকে ৮ থেকে ১০ টি ফল পাওয়া যায়। যখন ড্রাগন ফল গাছে ধরে তখন সবুজ আস্তে আস্তে লাল বা গোলাপি রং ধারণ করে। ড্রাগন ফল একটি সৌন্দর্যপূর্ণ ফল। এই ফল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে। ড্রাগন বাগানে কাজ করে অনেক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাজারে ফলের দোকানগুলোতে ড্রাগন ফল দেখা যায়। এবং কি মাঝেমধ্যে ভ্যানে করে বিক্রি করতেও দেখা যায় ড্রাগন ফল। কে কে ড্রাগন ফল ভালোবাসেন সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের।
সবুজ ও লাল এবং লাল ড্রাগন ফল ফটোগ্রাফি
last year by sumon8765 (64)
$21.40
- Past Payouts $21.40
- - Author $10.71
- - Curators $10.69
ড্রগন ফল খেতে খুবই সুস্বাদু। আমি এই ফল খেতে খুব পছন্দ করি।আমার ড্রাগন ফলের গাছ আছে।এই ৫ মাস যাবত প্রতি ধাপে ধাপে এই ড্রাগন ফল হচ্ছে।এর ফুল গুলোও খুব সুন্দর।আর ফলটিও দেখতে খুবই সুন্দর।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফলের সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit