সুবিশাল আকাশ এবং কাশফুলের ঝাড়steemCreated with Sketch.

in hive-163213 •  last year 

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আকাশের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশাকরি আপনাদের ভালো লাগবে। আমাদের মাথার উপর রয়েছে বিশাল আকাশ। আর এই আকাশ অনেক সময় মেঘলা থাকে আবার অনক সময় থাকে বৃষ্টিময়। বৃষ্টির দিনে আকাশ দেখে আমরা সবসময় মুগ্ধ হই। বিকাল বেলা আমি বাসা থেকে বের হয়েছিলাম। আকাশ ছিলো অনেক সুন্দর। তাইতো আকাশ এর প্রেমে পড়ে গেছি। যখন আকাশ মেঘলা থাকে এবং আকাশ থেকে বৃষ্টি হয়, তখন ঘরের বাহিরে গেলপ আকাশ দেখা যায়। তাইতো আমি মাঝে মাঝে বের হই আকাশ দেখলে নীলআকাশ আমার অনেক ভালো লাগে। আর যখন ঘন-কালো মেঘে বজ্রপাত শুরু হয় তখন চারদিন অন্ধকার নেমে আসে। জোৎসনা রাতে আকাশের আসল সৌন্দর্য পাওয়া যায় ।রাতের বেলায় আরো আকাশ বেশি সুন্দর দেখা যায়। মনে হয় একপাশে আকাশ নেমে এসেছে। নীল আকাশ সব সময় দেখতে পাওয়া যায় না। আকাশ থেকে বৃষ্টির দিনে, বৃষ্টি নেমে আসে। বৃষ্টির দিনে ছোট বেলায় আম কুড়াতাম। আম কুড়াতে অনেক সুখ লাগে। কেমন লাগলো আমার এই আকাশ এর ফটোগ্রাফি তা কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন।

IMG_20230818_180440_160.jpg
IMG_20230818_180435_417.jpg
IMG_20230818_180426_006.jpg
IMG_20230818_180424_562.jpg
IMG_20230818_180414_584.jpg
IMG_20230818_180411_722.jpg

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!