🥰🥰জন্মদিন উপলক্ষে কিছু সুন্দর মুহূর্ত 🥰🥰

in hive-163291 •  2 years ago 

আসসালামু আলাইকুম
আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আজকে আমি জন্মদিন উপলক্ষে কিছু কথা

PhotoCollageMaker_2023122191938405.jpg

আপনাদের মাঝে সেয়ার করবো।মেয়েটি আমার বয়সে ছোট কিন্তু বান্ধবীর চেয়ে কোন অংশে কম না। বয়সে আমার চেয়ে ছোট।আমরা ছোট বেলা থেকে একসাথে চলাচল করতাম।তো আমাকে ও দাওয়াত দিলো।আমি দাওয়াত খাওয়ার জন্য দুদিন আগে থেকে প্রস্তুতি নিলাম। দাওয়াত খেতে যেমন আমার ভালো লাগে। তেমন কাওকে দাওয়াত দিতে ও ভালো লাগে।তাই আমি আর দাওয়াত খেতে আর মিস করলাম না।জানি জন্মদিন পালন করাটা ঠিক না। তবুও অনেক এ করে।শখের বিষয়ে কেউ দাওয়াত দিলে আবার না গেলেও নিজেকে লজ্জিত মনে হয়।তাই আর কি যাওয়া,লাগে।তো সকালবেলা বাবুকে গোসল করিয়ে আমিও গোসল করে রেডি হয়ে নিলাম। যেহেতু শীত এর দিন। তাই সকাল সকাল মা ও মেয়ে দুজনে গোসল করে নিলাম। তার পর পায়ে হেটে ওদের বাড়িতে চলে গেলাম। ১৫ মিনিট এর রাস্তা। যেতে যেতে ওদের বাড়িতে দুপুর হয়ে গেল। আমি আমার ছোট বোনের কাছে আমার মেয়েকে দিলাম। তারপর আমি ওদের ঘরে বেলুন দিয়ে পুড়ো ঘর সাজিয়ে ফেললাম।

IMG_20230119_170146_227.jpg

আমার সবার সাথে মজা বা ফান করতে আমার অনেক ভালো লাগে। তারপর পর ওর মায়ের সাথে হাতে হাতে খিচুড়ি রান্নার কাজে সাহায্য করলাম।তারপর আমার বান্ধুবি বিকেল বেলা কেক কিনে আনলো।চকলেট কেক বেশ মজার। আর আমার বান্ধুবির চকলেট কেকে একটু বেশি পছন্দ। ওর যতবার ই জন্মদিন পালন করেছে ঠিক ততবারই ও চকলেট কেক দিয়ে।

IMG_20230119_191534_666.jpg

তারপর বাজি আরও পার্টি স্প্র আরও ইত্যাদি।
জন্মদিন আমরা অনেক এ একসাথে হয়েছি।অনেক কের ই ঠিক আগের মতো কথা হয় না।ওর জন্মদিন আমরা অনেক একসাথে হলাম। যে জিনিস টা আমার কাছে খুবই ভালো লাগলো। এদিক এ আমাদের মজা করতে করতে।খিচুরি প্রায় হওয়ার দিকে তারপর খিচুড়ি রান্না শেষ হয়ে গেল।

IMG_20230119_183954_612.jpg

আমরা সবাই মিলে একসাথে পিকনিকের মতন করে খেয়ে উঠলাম। তারপর খাওয়া শেষ করে কিছু সময় আমরা সবাই মিলে মজা করলাম রং দিয়ে। হাসি তামাশা।তারপর কেক কাটার সময় হয়ে গেল।

IMG_20230119_192822_748.jpg

তাই কেক টা কেটে ফেলা হলো।তারপর আমাকে আরও লোকজন সবাই কে খাওয়ে দিলো।আমার ফ্রেন্ড তো অনেক খুশি। সবাই কে কাছে পেয়ে।কি বলবো খুব সুন্দর মুহুর্তে কাটালাম।

IMG_20230119_192832_622.jpg

তারপর আমার মেয়েকে আমি কেক খাওয়ালাম। তারপর আমরা আরও মজা করলাম সবাই। মজা করা শেষ হয়ে গেলে ওদের কাছে থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বন্ধুরা এই ছিল আমার জন্মদিন উপলক্ষে কিছু আলোচনা। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ
খোদা হাফেজ
From# Bangladesh
@afrinn

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Great day shared by you

Thankyou sistar