বিকেলে ভাইয়ের মেয়েকে নিয়ে একটু ঘুরাঘুরি।

in hive-163291 •  last year 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি,। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি বিকেলে ব্রীজে ঘুরতে যাওয়ার কিছুরা মূহুর্ত শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে৷ চলুন শুরু করি-

বর্তমানে আমাদের গ্রামের গড়াই নদীর উপর নির্মিত ব্রীজটি উদ্বোধন হওয়ার পর থেকে বেশির ভাগ দিনই আমার বড় ভাইয়ের মেয়ে বাইনা ধরে বিকেলে ব্রীজে ঘুরতে যাওয়ার জন্য। যদিও আমি বেশি একটা যায় না। যেদিন সে খুব জোর করে কান্নাকাটি করে সেদিন ওকে নিয়ে একটু ঘুরতে যায়। গত দিন খুব কানতেছিল এজন্য আমি ওকে নিয়ে গেলাম। প্রথমে আমরা কিছুটা সময় ব্রীজের উপর হাটাহাটি করলাম। এরপর ভাইয়ের মেয়ে বলল ফুফু ফুসকা খাবো। আবার বাইনা শুরু করল ফুসকা খাওয়ার জন্য।

IMG_20230802_183739.jpg

IMG_20230802_183353.jpg

IMG_20230802_181805.jpg

IMG_20230802_173024.jpg

কিছু আর করার নাই ফুসকা তাকে খাওয়াতেই হবে। এরপর ব্রীজের পাশে একটা ফুসকার দোকানে গেলাম ফুসকার খাওয়ার জন্য। এরপর কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের ফুসকা দিয়ে গেল। তারপর দুইজন মিলে ফুসকা খেলাম। এরপর ফুসকার দামটা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ী চলে আসলাম। বিকেলে এভাবে ঘুরতে বেশ ভালোই লাগে।

আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations! Your post has been upvoted by @steemladies. The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.

Manually curated by patjewell for Steem For Ladies


IMG_20221128_163104.jpg

Steem For Ladies

Thank you so much.