ভেনডি আর আলু দিয়ে ভাজি তৈরি রেসিপি।

in hive-163291 •  2 years ago 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ভেনডি আর আলু দিয়ে ভাজি তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230802_121830.jpg

ভেনডি আর আলু দিয়ে ভাজি তৈরি রেসিপি।
উপকরণ -
১।ভেনডি
২।আলু
৩।পিঁয়াজ রসুন
৪।কাঁচা মরিচ
৫।হলুদগুঁড়া
৬।লবণ
৭।তেল

ধাপ-১
IMG_20230802_113923.jpg

প্রথমে ভেনডি আর আলু গুলো গোল গোল করে কেটে নিয়ে তা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230730_131651.jpg

এরপর পিঁয়াজ রসুন ও কাঁচা মরিচ কেটে নিতে হবে।

ধাপ-৩
IMG_20230730_135649.jpg

IMG_20230727_125704.jpg

IMG_20230719_065743.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। কেটে রাখা পিঁয়াজ রসুন ও কাঁচা মরিচ গুলো তেলে উপর ছাড়তে হবে।

ধাপ-৪
IMG_20230802_115135.jpg

IMG_20230802_114858.jpg

তারপর কেটে রাখা সবজিগুলো তেলের উপর ছাড়া পর নারতে হবে।

ধাপ-৫
IMG_20230802_115527.jpg

IMG_20230802_115448.jpg

এরপর লবণ ও হলুদ দিয়ে নাড়া চাড়া করতে হবে। তারপর ভালো করে নাড়তে হবে।

ধাপ-৬
IMG_20230802_121830.jpg

IMG_20230802_121637.jpg

IMG_20230802_120419.jpg

কিছু সময় পর ভাজি হয়ে গেলে তা নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। ভেনডি আর আলু দিয়ে ভাজি তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The food as final result is brilliant at the surface in order to obtain a tasty sight desired by many. Thank you for your new culinary article from Bangladesh friend. Have a happy Tuesday.

Thank you mam🥰