কচুর আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তৈরি রেসিপি।

in hive-163291 •  last year 

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কচুর আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230729_193024.jpg

কচুর আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তৈরি রেসিপি।

উপকরণ -
১।কচুর
২।আলু
৩।তেলাপিয়া মাছ
৪।পিঁয়াজ রসুন
৫।মরিচের গুঁড়া
৬।জিরাগুঁড়া
৭।হলুদগুড়া
৮।লবণ
৯।তেল

ধাপ-১
IMG_20230729_162707.jpg

প্রথমে কচুর আর আলু গুলো এক সাথে কেটে নিয়ে তা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230727_130314.jpg

IMG_20230719_061857.jpg

এরপর পিঁয়াজ রসুন কেটে নিয়ে তা বেটে নিতে হবে। তারপর বাটার মধ্যে একে একে হলুদগুড়া জিরাগুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিতে হবে।

ধাপ-৩
IMG_20230727_125657.jpg

IMG_20230727_125631.jpg

IMG_20230727_125555.jpg

তারপর তেলাপিয়া মাছগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাতে লবণ ও হলুদ গুড়া দিয়ে মাখিয়ে নিতে হবে।

ধাপ-৪
IMG_20230727_125943.jpg

IMG_20230727_125704.jpg

IMG_20230719_065743.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। মাখিয়ে রাখা মাছ গুলো গরম তেলে উপর ছাড়তে হবে।

ধাপ-৫
IMG_20230729_164504.jpg

IMG_20230729_164436.jpg

IMG_20230727_130947.jpg

IMG_20230727_130813.jpg

IMG_20230727_130224.jpg

এরপর তেলে ছাড়া মাছ গুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। এবার মসলাগুলো দিয়ে কষাতে হবে। কষানো পর কেটে রাখা সবজিগুলো দিয়ে কষাতে হবে। সামান্য পরিমাণ মতো পানি দিয়ে কষাতে হবে।

ধাপ-৬
IMG_20230729_170630.jpg

IMG_20230729_165320.jpg

IMG_20230729_165243.jpg

তারপর কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তাতে টগবগ করে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে।

ধাপ-৭
IMG_20230729_193024.jpg

কিছু সময় পর তা নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। কচুর আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Yummy dish friend... You ought to pass me your recipes soon ☺️✨ Thanks for sharing here again 🙂

Thank you mam.