মৌলবি কচুর ডাটা আর আলু দিয়ে ভাজি তৈরি রেসিপি।৷

in hive-163291 •  2 years ago 

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে। গেলাম আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে মৌলবি কচুর ডাটা আর আলু দিয়ে ভাজি তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230727_125329.jpg

মৌলবি কচুর ডাটা আর আলু দিয়ে ভাজি তৈরি রেসিপি।

উপকরণ -
১।মৌলবি কচুর ডাটা
২।আলু
৩।পিঁয়াজ মরিচ
৪।হলুদগুড়া
৫।লবণ
,৬।তেল

ধাপ-১
IMG_20230727_121939.jpg

প্রথমে মৌলবি কচুর ডাটা আর আলু এক সাথে কেটে নিতে হবে।এবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230727_122315.jpg

এরপর পিঁয়াজ ও কাঁচা মরিচ এক সাথে কেটে নিতে হবে।

ধাপ-৩
IMG_20230727_122358.jpg

IMG_20230719_184707.jpg

IMG_20230719_184629.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। তাতে কেটে রাখা পিঁয়াজ মরিচ গরম তেলে ছারতে হবে।

ধাপ-৪
IMG_20230727_122917.jpg

IMG_20230727_122838.jpg

IMG_20230727_122728.jpg

ছাড়া পর কেটে রাখা সবজিগুলো দিয়ে নাড়তে হবে। তারপর হলুদ ও লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে।

ধাপ-৫
IMG_20230727_125329.jpg

IMG_20230727_123843.jpg

কিছু সময় পর ভাজি হয়ে গেলে তা নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। মৌলবি কচুর ডাটা আর আলু দিয়ে ভাজি তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello once again Rini. Thank you so much for sharing a cooking publication this time, is really awesome to see vegetables being used in the dishes. It reflects a healthy lifestyle for sure. 😊 That's important for a great long life. Regards and happy weekend to you. Cheers.

Thank you. 🥰🙏