🍲 Contest - Create a Healthy Meal in Under 30 Minutes |Winter turnip recipe

in hive-163291 •  2 years ago  (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম,
হ্যালো বন্ধুরা,

PhotoCollageMaker_2022122615049563.jpg

কেমন আছেন সবাই? জানি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সকল সদস্য সুস্থ এবং ভালো আছি। আজকে আমি এই কনটেস্টে মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি অতি সাধারণ আনকমন একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব।এখন যেহেতু শীতকাল। তাই শীতকালে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি পাওয়া যায়। আজকের রেসিপি হচ্ছে শালগম দিয়ে তিন মেশালি মাছ দিয়ে রান্না। মাছ যেমন শিং মাছ, টাকি মাছ এবং কৈ মাছ। আজকের এই কনটেস্টেটি হচ্ছে রেসিপি নিয়ে। যা আমাদের মত মেয়েদের সব সময় করতে হয়।আজকে আমি মাছ দিয়ে শালগম রেধেছি। তো শুরু করা আজকের রেসিপি... 😋🥰

PhotoCollageMaker_20221226145858927.jpg

শালগম বা ওল কপি। আমাদের দেশে এটাকে অনেকে শালগম বা উল কপি বলে। আমরা সাধারণত শালগম বলি।
রেসিপিটি তৈরি করতে যা যা লাগে বা রেসিপি উপাদান সমূহঃ

নামপরিমান
শালগমহাফ কেজি
কৈ,টাকি, শীং৩টি করে
হলুদের গুড়া২ চামচ
মরিচের গুঁড়া৩চামচ
পেঁয়াজতিনটি
কাঁচা মরিচ৫টি
তেলপরিমাণ মতো
লবণপরিমাণ মতো

PhotoCollageMaker_20221226135324569.jpg

<
20221226_115222.jpg

প্রথম ধাপ


প্রথমে শালগমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিব। এরপর শালগম গুলো পানি দিয়ে হালকা ফাপিয়ে নিব।( টিপসঃশালগম ফাপিয়ে নিলে রান্না করতে কম সময় লাগে এবং শালগমের একটি গ্রান থাকে সেটা চলে যায়)

20221226_115357.jpg

দ্বিতীয় ধাপ

পেঁয়াজ এবং কাঁচা মরিচ কেটে নিব। মাছগুলো কেটে নিব এবং মাছগুলো ধুয়ে নিব।

PhotoCollageMaker_20221226135536163.jpg

তৃতীয় ধাপ

চুলায় করায় বসিয়ে তেল দিব। তেল গরম হয়ে এলে এতে কাঁচামরিচ পেঁয়াজ দিব। এরপর হালকা নাড়াচাড়ী দিয়ে এতে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিব।
একটু পানি দিয়ে এতে মাছগুলো দিয়ে দিব এবং ৫ বা ৬ মিনিট কষিয়ে নেব।

20221226_115830.jpg

চতুর্থদাপ


মাছগুলো কষানোর পর মাছগুলো কড়াই থেকে তুলে নেব। তারপর শালগম গুলো ধুয়ে করাতে ছেড়ে দিব।

20221226_121223.jpg

পঞ্চম ধাপ


আবার শালগমগুলো ৮ থেকে ৯ মিনিট কষিয়ে নেব। কষানোর পর পরিমান মতো পানি দিব এবং কষানোর মাছ গুলো দিয়ে দিব।

20221226_121734.jpg

তারপর ১০ মিনিটের মতো চুলায় রান্না করবো।রান্নার শেষে একটি বাটিতে কড়াই থেকে তরকারি গুলো ঢেলে নিব। বাস হয়ে গেল আমার আজকের রেসিপি।

পরিশেষে

শালগমের উপকারিতাঃশালগোমে প্রচুর পরিমাণে পুষ্টি আছে।কলেস্টোরেল কমায় কষাযনিত রোগের ও অনেক উপকারী।
ব্লাড প্রেসার এবং শালগমে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম আছে।

😋ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য 😋

from #bangladesh
@selina1

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

ধন্যবাদ কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য । আপনি ভূল ট্যাগ ব্যাবহার করেছেন ।

খাবারের ব্লগের ক্ষেত্রে খাবারের সাথে নিজের একটি ছবি দেওয়ার চেষ্টা করুন এটি আপনার উইনার হওয়ার সুযোগ বৃদ্ধি করবে ।

সরি ভুল হয়ে গেছে এখন আমি ঠিক করে দিছি @ripon0630 ভাইয়া। আর আমি পরবর্তীতে চেস্টা করবো নিজের ছবি দেওয়ার অনেক ধন্যবাদ।