"বাংলাদেশ জাতীয় জাদুঘর" ভ্রমণ - পর্ব ১১

in hive-166405 •  2 years ago 

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidhRzemYtP21rEKZ1j7tvtYmPRohLtzNNmBcTeQ1LYmfSxboLpq1BjNWr.jpeg

আমার "বাংলাদেশ জাতীয় জাদুঘর" ভ্রমণের আজ একাদশতম পর্ব । আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো গ্রামীণ বাংলার নানান লোকজ সংষ্কৃতি ও ঐতিহ্য । গ্রামীণ বাংলার হস্ত ও কুটীর শিল্পের অভূতপূর্ব সব নিদর্শন । একটা সময় ছিল তখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার গ্রামে গ্রামে এই সব হস্ত ও কুটীর শিল্পের ছড়াছড়ি ছিল, কদর ছিল । এখন আধুনিক সভ্যতার বিষবাষ্পে ছেয়ে গিয়েছে সমগ্র জনপদ । গ্রামগুলিও তার হাত থেকে নিস্তার লাভ করতে পারেনি ।

আগে গ্রামে মাটির হাঁড়ি, পাতিল, কলসী, বাচ্চাদের খেলনা, কাঁসা-পিতলের বাসন-কোসন, বাঁশের তৈরী ঝুড়ি, চাটাই, বেতের তৈরী ধামা, কুলা, আসবাবপত্র, পাটের তৈরী দড়ি-দড়া, বস্তা, থলে, কাঠের তৈরী খাট, পালঙ্ক, টেবিল চেয়ার আর তাঁতের শাড়ী, জামা কাপড়, গামছা, ধুতি, লুঙ্গি এসবের প্রচলন ছিল, কদর ছিল । এবং বলতে গেলে এসব গ্রামীণ মানুষের জীবনে অনস্বীকার্য ছিল । এসব ছাড়া গ্রামীণ জীবন অচল ছিল ।

আর এখন ? মাটির তৈরী হাঁড়ি, পাতিল, কলসীর জায়গা দখল করেছে কারখানায় তৈরী এলুমিনিয়াম, বাচ্চাদের মাটির তৈরী খেলনা আর পাওয়াই যায় না এখন, তার জায়গা দখল করেছে প্লাস্টিক । কাঁসা-পিতলের বাসন-কোসন এখ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!