আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ,সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন steemit সাইটটি অনেক ভালো সবাই আমার জন্য দোয়া করবেন বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
MQ2P+J82, খুলনা - সাতক্ষীরা মহাসড়ক, Bagerhat
বাগেরহাট জেলা.......
সুন্দরবনে বাঘের বাস দাড়টানা ভৈরব পাশ সবুজ শ্যামলে ভরা নদী বাঁকে বসতো যে হাট তার নাম বাগের হাট। এক সময় বাগেরহাটের নাম ছিল খলিফাতাবাদ বা প্রতিনিধির শহর। খানজাহান আলী (রঃ) গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসেবে এ অঞ্চল শাসন করতেন,কেউ কেউ মনে করেন, বরিশালের শাসক আঘা বাকের এর নামানুসারে বাগেরহাট হয়েছে। কেউবা বলেন, পাঠান জায়গীদার বাকির খাঁ এর নামানুসারে বাগেরহাট হয়েছে। আবার কারো মতে, বাঘ শব্দ হতে বাগেরহাট নাম হয়েছে। জনশ্রুতি আছে খানজাহান আলী (রঃ) এর একটি বাগ(বাগান, ফার্সী শব্দ) বা বাগিচা ছিল। এ বাগ শব্দ হতে বাগেরহাট। কাো মতে, নদীর বাঁকে হাট বসতো বিধায় বাঁকেরহাট। বাঁকেরহাট হহতে বাগেরহাট?
বিখ্যাত খাবার:
১'চিংড়ি
২'সুপারি
বিখ্যাত স্থান:
১'ষাট গম্বুজ মসজিদ
২'খানজাহান আলীর (রহ.) মাজার
৩'সিঙ্গাইর মসজিদ
৪'বিবি বেগনী মসজিদ
৫'চুনখোলা মসজিদ
৬'পীর আলী মুহাম্মদ তাহেরের সমাধি
৭'এক গম্বুজ মসজিদ
৮'নয় গম্বুজ মসজিদ
৯'সাবেক ডাঙ্গা পুরাকীর্তি
১০'রণবিজয়পুর মসজিদ
১১'জিন্দাপীর মসজিদ
১২'রেজা খোদা মসজিদ
১৩'খানজাহানের বসতভিটা
১৪'ঢিবি
১৫'কোদলা মঠ
১৬'ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুল্লাহর বাড়ি
১৭'মোরেলের স্মৃতিসৌধ
১৮'১৮৬৩ সালে তৎকালীন এসডিও মংলা পোর্ট
১৯'চিলা চার্চ
২০'কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমাধি
২১'প্রফুল্ল ঘোষের বসতবাড়ি
২২'নীলসরোবর
২৩'জমিদার ক্ষিতিষ চন্দ্রের বসতবাড়ির ধ্বংসাবশেষ
২৪'শাহ আউলিয়াবাগ মাজার
২৫'হজরত খানজাহান আলীর (রহ.) সহচর পীর শাহ আউলিয়ার মাজার
২৬'নাটমন্দির
২৭'রামজয় দত্তের কাছারিবাড়ি
২৮'ব্রিটিশ সেনাদের পর্যবেক্ষণ টাওয়ার
২৯'কৃষ্ণমূর্তি
৩০'গোপাল জিউর মন্দির
৩১'লাউপালা
৩২'যাত্রাপুর
৩৩'দুবলার চর
৩৪'কটকা
৩৫'কচিখালি
৩৬'সুন্দরবন
এই ছবিটি আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে ছবিটি তোলা হয়েছিল খুলনা থেকে
এটা হচ্ছে আমাদেৱ ষাট গম্বুজ মসজিদ
ষাট গম্বুজ মসজিদ অনেক সুন্দর এখানে কয়েকবার গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে
এই ছোট বাবুটাকে দেখছেন সে আমার ছেলে আমাদের এলাকা থেকে ছবিটি তোলা