শিশু শ্রম রোধ করি।

in hive-170554 •  2 years ago  (edited)

1680724180757.jpg

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই।
কেমন আছেন সবাই
আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন।
আমি আপনাদের মাঝে আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হলো

শিশু শ্রম

বাংলাদেশ জনবহুল এবং ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের দেশে এখনো শিশুশ্রম নামে অপরাধ সংগঠিত হচ্ছে অহরহ। যেটা সরকারের একার দায়িত্বে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।আমাদেরো এগিয়ে আসতে হবে।যাদের ধন সম্পদ রয়েছে তাদের দায়িত্ব নিতে হবে অবহেলিত শিশুদের।

1680025480637-01.jpeg

দক্ষিন এশিয়ার অর্থনৈতিক দুরবস্থার প্রধান কারণই শিশু শ্রম। লেখাপড়া খরচ দিতে না পেরে শিশুদের মা-বাবারা তাদের কর্মস্থলে প্রবেশ করিয়ে দেয়।

উইকিপিডিয়া তথ্য মতে,,,

বাংলাদেশের শিশু শ্রমিকের সংখ্যা 5 থেকে 14 বছর বয়সী মোট শিশু জনসংখ্যার 19 পার্সেন্ট। ছেলেদের ক্ষেত্রে এর হার 21.9% এবং মেয়ে শিশুদের ক্ষেত্রে তা ১৬.১%।
আরো একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই মেয়ে শিশুদের পারিশ্রমিকের হার ছেলে শিশুদের তুলনায় অনেক কম।
বাংলাদেশ জাতীয় শ্রম আইন ২০০৬ অনুযায়ী ১৪ বছরের বয়সী শিশুদের কাজ করানো হলে তা শিশুশ্রমের অন্তর্ভুক্ত হবে।

1680025518687-01.jpeg

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সুতরাং এই এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে আমাদের কিছু সমস্যা নির্মূল করতে হবে যাদের মধ্যে রয়েছে শিশুশ্রম অন্যতম। পারিবারিক অসচ্ছলতা, দারিদ্রতা, ক্ষুধা
সবকিছুই শিশুশ্রমের অন্যতম কারণ। বাংলাদেশের সুশীল সমাজদের এগিয়ে আসতে হবে। মানবাধিকার কর্মীদের সোচ্চার হতে হবে। এমনিতেই সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে তারপরেও সেটা তদরকি করতে হবে।

প্রত্যেকেরই সুন্দর জীবনের অংশীদারিত্ব রয়েছে। তাই প্রতিটি শিশুর ও অধিকার রয়েছে সৌন্দর জীবনের। আমাদের শুধু হাতটা বাড়িয়ে তাদের হাতটা ধরতে হবে।তাহলে দূরত্ব এই সমস্যা সমাধান করা সম্ভব ।
আমি যখন রেলস্টেশনে, বাস টার মিনালে এমনকি ফেরি ঘাটে যখন দেখি শিশুরা পেয়ারা,আমড়া,খিরায় বিক্রি করছে তখন মনটা কেঁদে ওঠে। আমরা কি পারি না তাদের সুন্দর একটা ভবিষ্যৎ করে দিতে?
তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিতে?
তাদেরকে ভালোবেসে মানুষ করতে?

হ্যাঁ পারি

আপনার একটু খেয়াল করলেই আশেপাশেই দেখতে পাবেন। কেউ শখ করে পাখি পোষে, কেউ শখ করে জীবজন্তু পোষে,

কিন্তু কেউ শখ করে মানুষ পোষেনা।

1680025554829-01.jpeg

বাংলাদেশের সংবিধানের মতে প্রতিটা মানুষেরই কিছু অধিকার রয়েছে,যার মধ্যে রয়েছে,

খাদ্য

বস্ত্র

বাসস্থান

শিক্ষা

চিকিৎসা

বিনোদন

আমাদের সকলেরই দায়িত্ব এই শিশুদের জন্য কোন ব্যবস্থা করা কিছু না পারলে যারা পারে তাদের উৎসাহিত করা।

সবাই ভাল থাকবেন।
আমার জন্য দোয়া করবেন।
আতিক

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...