ফটোগ্রাফি : আমার চোখে গোধূলি।

in hive-170554 •  last year 
আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি ফটোগ্রাফিক পোস্ট করি না খুভ একটা কিন্তু আকাশের সুন্দর্য আমাকে মুগ্ধ করেছে তাই পোস্ট না করে পারলাম না। আমার ফটোগ্রাফি বিচার করবেন কেমন হলো আশা করি ভালো লাগবে।

Photo_1693619156196.png
poster make by poster maker apps.

প্রভাবতের সূর্য আমরা দেখতে পাই না আমরা তখন গভীর ঘুমে কোনো এক স্বপ্নের মাঝে হারিয়ে যায়। কেউ কোনো নারীকে স্বপ্ন দেখে নিজের মনের মাধুরি মিশিয়ে সাজিয়ে থাকে কেউ বা স্বপ্নের পুরুষের সান্নিধ্য লাভ করে।কেউ বা তার ছেলে বেলার স্মৃতি স্বপ্নের মাঝে ফিরে দেখে তাই আর সকালের সূর্য কেউ দেখতে পারে না। শুধু যাদের ডাইবেটিস আছে তারাই দেখতে পারে সকালের সূর্যকে কারণ তাদের হাটতে হয় নিজেকে ঠিক রাখার জন্য।এই সব কারাণে আমি আপনাদের মতই সকাল ঊঠতে পারি নাই।তাই আমি সন্ধ্যার সূর্য মিস করি নাই।আমি সূর্যকে অনেক পছন্দ করি তবে সূর্যের থেকে আকাশ অনেক সুন্দর লাগে যখন সুর্যের সুন্দর্য আমরা আকাশের মাঝে দেখতে পাই,,,,

1693574081113-01.jpeg

বিকালে সূর্য যখন পূবের আকাশে ঢেলে পড়ে তখন আকশের সৌন্দর্য ভিন্ন রুপে সামনে আসে।আচ্ছা কখনো এই পড়ন্ত বিকালের মাঝে নিজেকে হারিয়েছেন? আমি কিন্তু নিজেকে হারিয়ে ফেলি আবার খুজে বের করি।আমি প্রকৃতি প্রেমি।প্রেমের ধর্ম আমাকে নাড়া দেয়।

1693574175366-01.jpeg

আমি ছবি তুলতে পছন্দ করি।ক্যামেরা না থাকায় ফোন দিয়ে ছবি তুলি।আমার চোখে প্রকৃতি কেমন সেটা বোঝাতে ছবি তুলি। আমার মনের মাঝে ছবির মতোই স্মৃতি থেকে যাই সেই স্মৃতির স্থায়িত্ব করতে আমার শত প্রচেষ্টা। আশা করি ছবি গুলা আপনাদের মনে ধরবে আর আমাকে সার্থক করবে।

1693574028099-01.jpeg

এই ছবিটা কুয়েটের খেলার মাঠের। আমি পড়ানো শেষ করে গেছিলাম কুয়েটে বসতে তখন এই ছবিটা তুলি আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে পৃথীবির সব সুন্দর্য যেনো আকাশের উপর ভর করে আছে। আপনাদের এমন মূহুর্তের কোনো ছবি আছে? মনে হয় আছে কিন্তু কেউ প্রকাশ করে না।ছবি গুলা অনেক ভালো লেগেছে তাই আমি প্রকাশ করেছি।

1693574134219-01.jpeg

আমাদের এই কমিউনিটিতে ফটোগ্রাফিক তেমন পোস্ট হয় না।মনে হয় তেমন সাপোর্ট পাওয়া যায় না তাই।আচ্ছা সমস্যা নেই যদি আমি সাপোর্ট নাও পাই তবুও আমি না হয় এমন পোস্ট মাঝে মধ্যে করবো আপনাদের সামনে আমার পছন্দ তুলে ধরার জন্য।

আমার সব ছবি গুলা দেখার জন্য এবং মায়ার সব লেখা পড়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি

received_745220027288082.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@aatik vai, your photography is so beautiful. The moments of sunset so nice. I hope you will post another beautiful photography on next episode.

@shahid75
আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ। আপনার এতো সুন্দর মন্তব্য আমাকে সর্বদা নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে।

Loading...

ভাই আপনার ফটো গুলো অসাধারণ। বলতে হবে আপনার ফটোগ্রাফির স্কিল আছে। আসলে সন্ধ্যা বেলা আকাশের দিকে তাকালে আমাদের মন ভরে যায়। আশা করি আমরা সামনে আরো ফটোগ্রাফি পোস্ট ভালো ভালো দেখতে পারব আপনার কাছ থেকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের দিকে নিজের খেয়াল রাখবেন।

যাক আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

text (1).gif