EC-S10W3:টিমওয়ার্ক স্বপ্নের মত কাজ করে

in hive-170554 •  2 years ago  (edited)

"Steem for Bangladesh" কমিউনিটির বন্ধুদের শুভেচ্ছা এবং ভালবাসা।


Steemit এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১০-এর এই ৩য় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত বোধ করছি।
টিমওয়ার্ক সবসময় সফল হয় না, যদি টিমের সবার মন মানসিকতা একই না হয়। তবে বড় বড় প্রজেক্ট সম্পন্ন করতে দক্ষ জনবল এর মাধ্যমে টিম গঠন করে করতে হয়।এছাড়াও কিছু কাজ আমরা একা একা করতে পারি না সেগুলা সম্পন্ন করতে হলে টিম গঠন প্রয়োজন । টিম গঠন এর মুল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক জনের মধ্য হতে আলাদা আলাদা আইডিয়া এবং পারদর্শিতা প্রকাশ করা।

image.pngsource

image.png

টিমওয়ার্ক সম্পর্কে কিছু প্রশ্ন রেখেছেন তার উত্তর আমি নিচে দিব:


আপনার কাছে "টিমওয়ার্ক স্বপ্নকে সত্য করে তোলে" বাক্যাংশটির অর্থ কী?
এই বাক্যাংশের অর্থ বিশেষ অর্থে সত্য যখন আপনার টিমের সকল সদস্য পরিশ্রমী, আন্তরিক,এবং একই দৃষ্টির হয়। কিন্তু দূভাগ্যবসত এটি সর্বদা সত্য হয় না।টিমওয়ার্কের ক্ষেত্রে কিছু সদস্য সর্বদা সুবিধা নিতে চায় এবং দলগত মতের বিরুদ্ধে মত দেয়।

"টিমওয়ার্ক স্বপ্নকে সত্য করে তোলে " তখনই যখন আপনি আপনার টিমের দক্ষ এবং পরিশ্রমী সদস্য নির্বাচনে সক্ষম হবেন।
image.png

আপনার কি টিমওয়ার্ক অভিজ্ঞতা আছে? আপনার টিমওয়ার্ক অভিজ্ঞতা অনলাইন এবং অফলাইন শেয়ার করতে নির্দ্বিধায়।


আমার কিছু কাজে টিমওয়ার্ক এর সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তবে আমরা কিছু কিছু কাজে ১০০% সফলতা পাই নি। কিছু কাজের ক্ষেতে আমাদের টিমের সদস্যরাই হাতাশায় ভুগে। আবার কিছু টিম মেম্বার কাজের সাথে সময়জ্ঞান রাখে না বা গুরুত্ত্বের সাথে কাজ করে না।
আবার সফলতাও আছে আছে অনেল ভালো ভালো সৃতি। অনেক সদ্স্য আছে যারা অনেক ভালো ভালো এক্টিভিটি দেখায় যা অন্য সদস্যদের কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং কাজটি আনন্দদায়ক হয়।

image.png

image.png

image.png

একটি দল হিসাবে আপনি বাধার সম্মুখীন হয়েছেন?


মানুষের মধ্যে অমিল বা বৈচিত্র থাকা স্বাভাবিক,এই অমিল থাকাটাই টিমওয়ার্ক এর একটি বড় বাধা।
এছাড়া আমি কাজ করার সময় লিডারশিপ নিয়ে ঝামেলায় পড়ি সেখানে আরো অনেকেই নেতৃত্ব দিতে চায়।এছাড়া টিমে নারি সদস্যা থাকায় বাধার সম্মুখীন হয় নারি সদস্য থাকায় বাইরে থেকে কথা শুনতে হয়।তবে হাল না ছেড়ে কাজটিতে আমারা সফলতা পাই।
সবকিছুর মত দলগত কাজেরও কিছু সুবিধা অসুবিধা রয়েছে।

image.png

image.png

একজন ব্যাক্তির পক্ষে কি স্বতন্ত্রভাবে দলের চেয়ে বেশি কাজ করা সম্ভব?


কিছু কিছু কাজ আছে যে কাজ গুলো একা করলেই ভালো এবং গোপনীয়তা থাকে সে কাজ গুলো একা করাই উত্তম।তাই বলা যায় ব্যাক্তি কি কাজ করবে তার উপর নির্ভর করে বলা যায় কিছু কাজ দল ছাড়া একাই করা সম্ভব। যদি আপনি নিবেদিত প্রান কাজে আগ্রহী এমন সদস্য না পান তবেই একা কাজটি করা সর্বোত্তম ।
তবে অন্য কাজ গুলো একটি দল হিসাবে আপনি দ্রুত অগ্রগতি করতে পারেন।

আমি আপনাদের অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি
@bobitabobi
@yoyopk
@nijam468

image.png
আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ. সবার জন্য শুভ কামনা এবং ভালবাসা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @heriadi

@steemcurator09 অসংখ্য ধন্যবাদ আপভোট দিয়ে আমাকে উৎসাহ প্রদান করার জন্য । আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই।