ছেলের বায়না পূরণ করার জন্য তাকে নিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যাট ও কক কিনে দেওয়ার অনুভূতি।

in hive-170554 •  last year 

স্টিমিটের সহযোদ্ধারা,

আসসালামুআলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানীতে ভালো আছি। আসলে ছোটখাটো ব্যবসার ঝামেলায় আবারো আপনাদের মাঝে দীর্ঘদিন উপস্থিত থাকতে পারিনি। কিছুটা ঝামেলা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি তাই আবারও আপনাদের মাঝে আসতে আসতে ফিরে আসতে চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আমার আজকের এই পোস্ট।

1000033163.jpg

আমি আজকে আপনাদের মাঝে আমার ছেলের বায়না পূরণ করার জন্য তাকে নিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যাট ও কক কিনে দেওয়ার কিছু অনুভূতি শেয়ার করব। আমার ছেলেটা কারো হাতে কোন কিছু দেখলেই সে বায়না ধরে বসে তার এটা লাগবে সেইটা লাগবে। আসলে এটা ছেলের দোষ নয় ছেলেবেলার হয়তো এরকম আমরাও করেছি। এই বয়সটা এমন করারই বয়স সেটাকে অন্যভাবে আমরা নেই না নিয়ে চেষ্টা করি ছেলে মেয়ের আবদার পূরণ করতে। আমার ছেলে বায়না ধরেছে ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাট এবং কক কিনে দিতে হবে তাকে। ছেলে মেয়েদের আবদার রাখার সব সময় চেষ্টা করি তবে নিশ্চয় সেটা নিজের সামর্থ্যের উপর নির্ভর করে। আর তাই ছেলেকে নিয়ে চলে গেলাম বাজারে তাকে ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাট এবং কক কিনে দেওয়ার জন্য।

1000032293.jpg

তো প্রথমে ছেলেকে বললাম চলো তোমাকে আজকে তোমার ইচ্ছা পূরণ করে দেব সেটা হচ্ছে তোমার জন্য ব্যাডমিন্টন খেলার ব্যাট এবং কক কিনতে যাব, যদিও অনেকদিন ধরে সে বলেই যাচ্ছে কিন্তু ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারছি না, তাই গতকালকে এই সিদ্ধান্ত নিলাম। এ কথা শুনে ছেলে তো আমার মহা খুশি সে খুশিতে লাফালাফি করতে শুরু করে দিয়েছে এবং কখন যাব কখন বেরোবো এই নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছে। গত কালকে আমি সকালে বাসায় ছিলাম তাই নাস্তা করে আর দেরি না করে তাকে নিয়ে সকাল সকাল বাজারে চলে গেলাম।

1000032299.jpg

বাসা থেকে বের হয়ে প্রথমে একটি রিকশা নিয়ে বাপ ছেলে দুজনে বাজারে পৌঁছে গেলাম। তারপর খেলাঘরের দোকানগুলো খুঁজে বের করে সেখানে গেলাম ব্যাডমিন্টনের ব্যাট এবং কক কেনার জন্য। আসলে ছেলে ছোট কিন্তু ওই সাইজের ব্যাটটা খুঁজে পাচ্ছিনা কোন দোকানে। খুঁজতে খুঁজতে আমি এবং আমার ছেলে দুজনে অনেক হাঁপিয়ে উঠেছি, ছেলেটার ও অনেক মন খারাপ হয়ে গিয়েছে। এরপর আমরা দুজনেই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তাই চিন্তা করলাম যে আজকে আর খুঁজবো না অন্য একদিন এসে দেখব কিন্তু ছেলেটার মন খারাপ দেখে নিজেকে আর মানাতে পারছি না বলতে পারেন নিজের ক্লান্তিটাকে দূর করে আবারো খোঁজা শুরু করি।

1000032300.jpg

খেলা ঘরের আশেপাশেই একটি দোকানে আমাদের দেখা হয়নি। সেখানে চলে যাই খোঁজার জন্য ভাগ্যক্রমে আমার ছেলের জন্য সেই সাইজের ব্যাট পেয়ে গেলাম। এরপর দোকানদারের সাথে মুলামুলি করে ব্যাট দুটো কিনে নিলাম। দুটো ব্যাট ৩৫০ টাকা ও একটি কক ৫০ টাকা সব মিলিয়ে ৪০০ টাকা খরচ হল কিন্তু তা থেকে ছেলেটা আমার অনেক খুশি হয়েছে এটা হচ্ছে বড় ব্যাপার। ছেলে খুশিটা আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমাদের বাজারের শেষ সীমান্তে কিছু নতুন ভাস্কর্য তৈরি হয়েছে। ছেলেকে নিয়ে সেখানে গিয়ে কিছু ছবিও তুললাম নতুন কিছু জিনিস দেখতে পেয়ে ছেলেও খুশি হয়েছে আমার কাছেও ভালো লেগেছে এবং সেই ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

1000032296.jpg

এরপর যেহেতু আমরা অনেকটা ক্লান্ত তাই আর দেরি না করে আবারো একটি রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ছেলে আমার সবাইকে তার নতুন ব্যাট দেখাচ্ছে তার বন্ধুদেরকে দেখাচ্ছে সেই যে কি খুশি, তাদের খুশি মানে বাবা মায়ের ও খুশি। নিজের মন অনেক আনন্দে ভরে গেল।

1000032294.jpg

যাই হোক বন্ধুরা এই ছিল ছেলেকে নিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যাট ও কক কেনার অনুভূতি। আশা করি অনুভূতিটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই পোস্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা অবিরাম।

ধন্যবাদান্ত
@alauddinpabel
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI5.7 ( 0.00 % self, 49 upvotes, 34 accounts, last 7d )
Period2023-11-17
ResultClub5050