Share your selfie with your final result Or write your username, community name and date on a piece of paper and then share it. (Must Be)
আসসালামু আলাইকুম,
ভাই কেমন আছেন? আপনার সিলেকশন গুলো খুবই ভালো লেগেছে, সৃজনশীলতা প্রকাশ পেয়েছে আর্টগুলোর মধ্যে। তবে কনটেস্টের নিয়ম অনুযায়ী প্রথম পোস্টে তার সেলফিতে আর্ট পেপারের মধ্যে কোন লেখা নেই ইউজার নেম,তারিখ এবং কমিউনিটির নাম। দ্বিতীয় ও তৃতীয় পোস্টে কোন সেলফি নেই। রেজাল্ট অ্যানাউন্স এর মধ্যে এগুলো দেখলে আমরা কিছুটা অনুৎসাহিত হই। বিষয়টি একটু দেখবেন।
আপনি মনে হয় নিয়মটা ভালোভাবে পর্যবেক্ষণ করেন নাই। Or এর মানে হয়তো আপনি জানেন না। যার জন্য আপনি বুঝতে ভুল করেছেন। হয় ছবির সাথে নিজের সেলফি বা যদি কেউ অনিচ্ছুক থাকে নিজের ছবি দিতে তাহলে সে কাগজে লিখে ছবি দিতে পারবে। ধন্যবাদ আপিনার মন্তব্য প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit