আমার ব্যাবসা প্রতিষ্ঠান পর্ব -১

in hive-170554 •  7 months ago 

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ 'র রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি বর্ণনা করব। আমার ব্যবসায়িক জীবনের সফলতার গল্প। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার আইডি @alomgir121.
inbound15839002670606423.jpg
বন্ধুরা আমি যখন ২০১২ সালে এসএসসি পরীক্ষা শেষ করি। তারপরে যেকোনো কারণবশতই হোক, আমার আর পড়ালেখা কন্টিনিউ করা হয়নি। তো তারপরেই চিন্তা করলাম। যে বসে না থেকে, যে কোন একটা কিছু করা ভালো হবে। এ সময় কি করব, কি করব, সেটা ভেবে না পেয়ে। তো অবশেষে আমি একটি হার্ডওয়ার দোকানে চাকরি করার সিদ্ধান্ত নিলাম।সে সময় আমার কাছে চাকরি করাটা খুব সহজ একটা বিষয় ছিল না। কারণ এর আগে কখনো চাকরি করা হয়নি। আমার চাকরির প্রথম অবস্থায়, আমার কাছে খুব কঠিন হয়ে পড়েছিল।কারণ আমাদের দোকানে যে প্রোডাক্টগুলো ছিল, সেগুলোর কোন কিছুর নাম, বা ডিটেলস, কোন কিছুই আমি জানতাম না।
inbound6678574582914438031.jpg
তাই দোকানে যারা বয়োজ্যেষ্ঠ ছিল, তাদের কাছ থেকে প্রায়ই আমি সাহায্য নিতাম। তারাও আমাকে যথেষ্ট সাহায্য করত। তারপরে ধীরে ধীরে, একটা সময় আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে, সবকিছু আমার আয়ত্তে নিয়ে ফেলি।আমার এই সফলতা দেখে, মালিকপক্ষ আমার পদোন্নতি করে দেয়। মানে আমি তখন, সিনিয়র সেলসম্যান হিসেবে পদোন্নতি পাই। আর ঠিক সেই সময়টায় আমার জন্য সারভাইভ করা আরো কঠিন হয়ে পড়ে।
inbound4985956491341532237.jpg
প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই।
আমার বাকি ঘটনা টা আপনাদের কাছে দ্বিতীয় পর্বে আবার পোস্ট করব। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
writing by @alomgir121

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি নিয়মিত পোস্ট চালিয়ে যান। Achievement পোস্ট ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত আপনি পেন্ডিং এ থাকবেন। আমার একটিভিটি বৃদ্ধি এবং পোস্ট কোয়ালিটি উন্নত করুন।

@solaymann জি ভাইয়া আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন