আসসালামু আলাইকুম,প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আপনাদেরকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সফলতার তৃতীয় নাম্বার পার্ট শেয়ার করব। আশা করি সবাই আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত, এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ। আমার আইডি @alomgir121.
প্রিয় বন্ধুরা আমি যখন ম্যানেজার পোস্টে পোস্টিং হলাম। ঠিক ওই পদবীতেই বেশ কিছুদিন কাটিয়ে দিলাম। তারপরে মনে হলো, যে আমার নিজের কিছু একটা করা দরকার। মানে নিজে একটা বিজনেস করার চিন্তাভাবনা মাথায় ঢুকালাম।। তো যে ভাবনা সেই কাজ। তবে বিজনেস করতে হলে প্রচুর ফাইন্যান্স সাপোর্ট দরকার তো সেই সময় আমার এই সাপোর্টটা দেওয়ার মত কেউ ছিল না। তো অবশেষে আল্লাহর অশেষ রহমতে। একজনের সহযোগিতায় আমি একটি দোকান নিয়ে ফেলি ঢাকা নবাবপুরে। আমার দোকানের নাম ছিল, আল-নূর হার্ডওয়ার। সে সময়ে নবাবপুরের ভিতরে, সবচাইতে কম বয়সী মহাজন হিসেবে আমি ছিলাম একমাত্র। আমার চাইতে আর এত কম বয়সী কোন দোকানের মালিক বা মহাজন ছিল না তখন। আমি এই অল্প বয়সে এতদূর আগানো পিছনে খুব কষ্ট এবং পরিশ্রম দুটোই একসাথে প্রয়োগ করেছিলাম। তার সাথে আর একটা জিনিস ছিল আমার ভিতরে যেটা হচ্ছে সততা। আমি বিশ্বাস করি আমার এতদূর আগানোর পেছনে, ৭০% আমার এই সততা কাজ করেছে। তাই আপনারা যারা কোন কিছু করতে চান, বা কোন কিছু করবেন ভাববেন তারা অবশ্যই সততা পরিশ্রম এবং ধৈর্য তিনটা জিনিস একসাথে নিয়ে কাজ করবেন।
আমি দোকানটি ২০১৯ সালের শুরুর দিকে চালু করি।আমার দোকানের প্রোডাক্ট গুলো ছিল হ্যান্ড টুলস,পাওয়া টুলস এবং মেশিনারি আইটেম
তো বেশ কয়েক মাস খুব ভালোই চলছিল আমার এই প্রোডাক্ট গুলোর বিক্রি। এরপরে হঠাৎ এক বিপর্যয়ের শিকার হলাম। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার এই দোকানের সফলতার গল্প পার্ট -৪। আপনাদের সামনে আবার উপস্থাপন করব। অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম , আল্লাহ হাফেজ।
writing by @alamgir121
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mdkamran99 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।। সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই সবসময়। আচ্ছা ভাইয়া আমার আইডি ভেরিফাইড হচ্ছে না কেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit