Betterlife // The Diarygame 24-06-2024 // A very nice day

in hive-170554 •  7 months ago 

আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আজকে আপনাদের মাঝে। একটি নতুন ব্লগ নিয়ে আসলাম।আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ।
আমি প্রতিদিনের মতোই, সকালবেলা ঘুম থেকে উঠে।প্রথমে steemit নোটিফিকেশন চেক করলাম।এরপর বিছানা থেকে উঠে ব্রাশ করে, ফ্রেশ হয়ে গোসল করে, নাস্তা পানি করে, দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।
IMG_20240624_152128.jpgতারপর দোকানে গিয়ে তালা খুলে দোকান ঝাড়পুছ কোরে,ক্যাশে বসলাম।
IMG_20240624_101659.jpg
এরপরে খাতা কলম গুলো রেডি করলাম তারপরে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করলাম। প্রথমে একটা কাস্টমারের কাছে মটরের পিনিয়াম বিক্রি করলাম
IMG_20240624_231827.jpgতারপরে আরেকজন কাস্টমার আসলো, তার কাছে একটি সেলাইরেন্জ বিক্রি করলাম
IMG_20240624_230702.jpgতারপরে আরো বেশ কিছু কাস্টমার আসে, বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করে।যেমন পিভিসি নেট
IMG_20240624_190255.jpg
বিভিন্ন রকমের পেরেক
IMG_20240624_190531.jpgতারপরে ফার্নিচারের জন্য ফোম আঠা নেয় এক কাস্টমার
IMG_20240624_190458.jpg
তো তারপরে বেশ কিছু কাস্টমার বিদায় করার পরে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম।তখন একটু চা বিরতি নিলাম আমার দোকানের পাসে, একটা টি ইস্টল গিয়ে চা খেয়ে আশি । তার পরে আবার দোকানে এসে বেচাকেনা শুরু করি।
IMG_20240624_152117.jpgতার পরে দুপুরের খাওয়ার সময় হোয়ে গেলে।বাড়ি থেকে দুপুরের খাবার পাঠায়।তখোন হাত মুখ ধুয়ে ফ্রেশ হোয়ে, দুপুরের খাবার সেরে নেই
IMG_20240624_162744.jpgএমনিতে লাঞ্চের সময় কাস্টমার কম থাকে। তাই আমি এই সময় steemit এ ঢুকে একটু কাজ করি।এবং সবার পোস্ট গুলো দেখি এবং কমেন্ট ও আপ ভোট দেই। তার পরে একজন কাস্টমার আসে।
IMG_20240603_131135.jpg

IMG_20240603_131125.jpg

IMG_20240603_131051.jpg
তখোন সেই কাস্টমারের কাছে এই মাল গুলো বিক্রিয়ক করি।নেট,পেরেক,আলতালা,কব্জা ইত্যাদি। এর পরে ঢাকায় কিছু মাল অর্ডার কোরে ছিলাম। সেই মালের টাকা ব্যাংকে টিটি করে দিতে জাই।
এর পরে সন্ধ্যে হয়ে যায়। তখোন মোটামুটি বেচাকেনা প্রায় সেষ পর্যায়। তাই আমি সারা দিনের হিসেব করতে বসি।কতো টাকা বেচাকেনা হোলো আর কতো টাকা খরচ করলাম সে গুলো টালি খাতায় এন্ট্রি করি।
IMG_20240624_201813.jpg হিসেব লেখা হোয়ে গেলে, টাকা গণনা কোরে মিলিয়ে নেই।
IMG_20240624_202207.jpg
এর পরে দোকান বন্ধের প্রস্তুতি নেই।তালা চাবি নিয়ে দোকান বন্ধো করি
IMG_20240624_202337.jpgতার পরে দোকান বন্ধো কোরে রিকশা যোগে বারিতে ফিরে আশি।
IMG_20240624_203842.jpgবন্ধুরা এভাবেই আমার আজকের সারা দিন পার হয়।সেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
লেখক @alomgir121

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...