আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন।আল্লাহর রহমতে আমিও ভালো আছি।আজ আমি আপনাদের সাথে আমার পুরোদিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি শেষ পজন্ত সাথে থাকবেন।
আজকে সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে প্রথমে steemit এ ঢুকি। তারপরে বিছানা থেকে উঠে ব্রাশ করি।তারপরে ফ্রেশ হোয়ে সকালের নাস্তা শেরে ফেলি।
তার পরে আজকে বেড়াতে জাবো বলে গুছিয়ে নিলাম।আজকে আমি শশুর বাড়ি বেরাতে জাবো,সাথে আমার ইস্ত্রি ও ছেলে কে নিয়ে জাবো। তো আমার ইস্ত্রি ও ছেলে কেও গুছিয়ে নিতে বললাম।ওরাও গুছিয়ে নিলো।তার পরে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পরলাম।
তার পরে আমরা রেল ইস্টেশনে চোলে আসলাম। তার পরে আমি টিকেট কাটার জন্যে, টিকেট কাউন্টারে গেলাম।এর পরে দুইটা টিকেট কাটলাম।
টিকেট কাটার পরে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। কারন ট্রেন একটু লেট কোরে এসেছিল। তাইপ্লাটফর্মে বেশ কিছু সময় দারিয়ে ছিলাম।
এর পরে ট্রেন আসলো, আর আমরা ট্রেনে উঠে। আমাদের নির্দিষ্ট আসনে বোসে পরলাম।তারপরে আমরা আমাদের গন্তব্য পৌঁছে গেলাম । তারপরে ট্রেন থেকে নেমে আমরা কিছু ফল কিনে নিলাম, একটা ফলের দোকান থেকে।
তারপরে আমরা আরেকটা গাড়িতে উঠলাম। উঠে আমাদের গন্তব্যে পৌঁছালাম। আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তারপরে আমরা পৌঁছে, ফ্রেশ হয়ে আমাদেরকে নাস্তা করতে দিল। আমরা নাস্তা সেরে নিলাম।তারপরে দুপুরে লাঞ্চ করতে দিল।উনারা আমাদেরকে লাঞ্ছে, বেশ কিছু আইটেম রান্না করে দিল।তাদের বাড়ি জামাই বলে কথা।তাই হাসের গোস্তো,দেশি মুরগির মাংস, গরুর গোস্তো,মাছ, ডিম ভূনা, দোই ইত্যাদি। এর পরে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম।খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেড রেস্ট নিলাম। তারপরে ঘুম থেকে উঠলাম বিকেল বেলা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। পাশে একটা দোকান গিয়ে কফি খেলাম
কফি খেতে বেশ ভালোই লাগছিলো।কারন কফি আর গ্রামের দৃশ্য দুইটা একসাথে খুব উপভোগ করছিলাম।
জাই হোক কফি শেষ করতে করতে আবার কিছুি পরিচিত মানুষ দের সাথে দেখা হওয়ে গেলো।তো তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম।তার পরে সন্ধ্যার সময় হোতেই বাড়ির দিকে রওনা দিলাম।এর পরে বারিতে এসে নাস্তা দিলো সেগুলো খেলাম সবাই একসাথে বোসে।এর পরে চাচাত শালা, সুমন্ধি দের সাথে বেশ আড্ডা দিলাম, খুব ভালো সময় পার করেছি আজ কে।
প্রিয় বন্ধুরা আজকে এখানে আমার ব্লক শেষ করলাম। সবাই কে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
লেখক@alomgir121
Hi, Greetings, Good to see you Here:)
@alomgir121 ভাই, আমি আপনাকে বলব আপনি সর্বপ্রথম আপনার Achievement 1 পোস্টটি সঠিক তথ্য দ্বারা ভেরিফাই করুন এবং ভেরিফাইড পোস্ট লিংকটি আপনার পোস্টের নিচে শেয়ার করুন। মনে রাখবেন এই platform এ কাজ শুরুর পূর্বে আপনাকে অবশ্যই Achievement 1 পোস্টটি ভেরিফাইড হতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit