আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমি কিছুদিন ধরে পোস্ট করতে পারতেছি না তার কারণ হলো। আমি আসলে ছাত্র মানুষ।আমি লেখাপড়ার পাশাপাশি কাজ করি। আমি আসলে অসুস্থ ছিলাম এবং পারিবারিক সমস্যার কারণে দীর্ঘদিন যাবত পোস্ট করতে পারিনি। এর জন্য আমি খুবই দুঃখিত। আজ থেকে আশা করি রেগুলার পোস্ট করার চেষ্টা করব।আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব।
ফটোগ্রাফি ১
- এটা হল গোলাপের কলি। আমরা সাধারণত গোলাপ ফুল সবাই চিনি এবং এক নামে জানি।গোলাপ ফুল আমাদের কাছে অসাধারণ লাগে। এটি দেব বিভিন্ন রকমের মালা গাঁথা যায়।এই ফুল আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। অনেকে কেউ কাউকে ভালোবেসে উপহার দেই।
ফটোগ্রাফি ২
এ ফুলটির নাম হলো টগর ফুল। আমাদের গ্রামের একটি জনপ্রিয় ফুল। এ ফুলকি আমাদের গ্রামেও প্রায় বাড়িতে দেখা যায়।এবং সবাই ভালোবেসে গাছটির রুপন করে। আমি আমার নানু বাড়ি গিয়েছিলাম।গিয়ে দেখি অনেকগুলো ফুল একটি গাছে কলি থেকে ফুল ফুটেছে। ফুলগুলো ফুটে আছে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি এটি ফটোগ্রাফি করে নিয়েছি।
ফটোগ্রাফি ৩
এ ফুলটির নাম হল জবা ফুল। বাংলাদেশের প্রায় মানুষই এ ফুলটির নাম শুনেছে এবং দেখেছে আবার অনেকের বাড়িতেই আছি। যেমন আমার নানু বাড়ি আছে। এ ফুলটি দেখে আমাকে খুবই ভালো লাগছে। তাই এটিকে একটি ফটোগ্রাফি করে নিয়েছি। নানা ফুলের মাঝেও এটি একটি ফুল। এ ফুলটি দেখতেও খুবই সুন্দর।
ফটোগ্রাফি ৪
এ ফুলটি হলো পেঁয়াজ ফুল। এ ফুলটি বাংলাদেশের খুবই কম মানুষের চিনে। তার মধ্যে থেকে আপনারা যদি কেউ চিনে থাকেন। তো কমেন্টে লিখে যাবেন। অন্যান্য ফুলের মত এ ফুলটি ও দেখতে খুবই সুন্দর। এ ফুলটির সুন্দর একটা সুগন্ধ তাই আমি এ ফুলটিকেও ফটোগ্রাফি করেছি।
তো বন্ধুরা আজকের মত এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।আমার জন্য সবাই দোয়া করবেন।
From# Bangladesh
@Anikkhan1
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit