👫আমার তুলা কিছু বন্ধু এবং ভাই দের ফটোগ্রাফি 👬

in hive-170554 •  2 years ago 

আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু বন্ধুদের সাথে আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। প্রত্যেকদিন আপনাদের সাথে আমার ফটোগ্রাফি শেয়ার করতে পারি না তার জন্য আমি দুঃখিত। আমি একজন স্টুডেন্ট তাই আমার দৈনিক অনেক পড়াশোনা করতে হয়। তো যাই হোক আজকে নতুন ফটোগ্রাফি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো শুরু করা যাক।

বন্ধুদের সাথে তোলা ফটোগ্রাফি

IMG20230316172954.jpg

আজকে সারাদিন শুক্রবার। তাই আমাদের স্কুল বন্ধ। আমরা বন্ধুরা মিলে স্কুলে ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার পর সেখানে অনেক ক্ষণ বসে বসে আড্ডা দিলাম। অনেক ক্ষণ বসে থাকার পর দেখি ওরা একজনে গেমস খেলতেছে। আমার চাচাতো ভাই ওর গেম খেলা দেখতে ছিল। তাই আমি ভাবলাম একটা ফটোগ্রাফি করি। ওইখানে বসে একটা ফটোগ্রাফি করে নিয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

ফুটবল খেলা ফটোগ্রাফি

IMG20230316170522.jpg

আমরা কিছুক্ষণ বসে থাকার পর দেখি। অনেকেই ফুটবল খেলার জন্য এল। ফুটবল খেলতে আমার খুবই ভালো লাগে তো আজকে অনেকেই ফুটবল খেলার জন্য এসেছে তাই আজকে ফুটবল খেলতে পারিনি। সেখানে বসে থেকে অনেকক্ষণ ইনজয় করেছি। তার মাঝখানে একটি ফটোগ্রাফি করেছি যা এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

বাড়িতে চলে আসার সময় ফটোগ্রাফি

IMG20230316173413.jpg

আমি আর আমার চাচাতো ভাই ভ্যান গাড়ি দিয়ে বাড়ি দিকে রওনা করলাম।ভ্যান গাড়ি চলিত অবস্থায় আমি আর আমার চাচাতো ভাই একটি ছবি উঠলাম। আমাদের ভ্যান গাড়িতে একজন কাকা বসেছিল সেও বাড়িতে যাওয়ার জন্য রওনা করেছে। তোর তার সাথে কিছুক্ষণ কথা বললাম। সে খুবই মজার মানুষ ছিল তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আনন্দে বাড়িতে চলে আসলাম।

ছোট ভাই যখন খেলতে ছিল তার ফটোগ্রাফি

IMG20230309135624.jpg

আমার ছোট বাই খুবই দুষ্টু মিষ্টি। আমার ছোট ভাই আর আমার ছোট চাচাতো ভাই দুজনে খেলতে ছিল ওদের দুজনের আমি একটা ফটোগ্রাফি করি। ওরা দুজনে অনেক খন খেলতে ছিল তার পর মা ওদের কে ডাক দিল গোসল করার জন্য।

IMG20230309142033.jpg

ওরা দুজন খুবই মজা করল। দেখে আমার খুবই ভালো লাগলো। তাই ওদে গোসল করার সময় আমি একটি ফটোগ্রাফি করেছি।

ধন্যবাদ পোস্ট টি দেখার জন্য। আরো একটু খুশি হতাম একটি ভোট আর একটি কমেন্ট করলে।
আমি ছোট তাই যদি কোন ভুল হরে থাকে তাহলে মাপ করবেন আল্লাহ হাফেজ।

From# Bangladesh
@Anikkhan1

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

To improve your post quality standards and for any issues please contact us at Discord. Since you are new, please contact us on Discord and we will help you.

https://discord.gg/Sc58qVWb

your brother is so cute masha-allah.Reading your post, I understand that you enjoyed the day very nicely.