ফটোগ্রাফি১
এটি হলো আমার বাড়ির গাছের টমেটো। কমবেশি সবাই চিনি টমেটো। আমাদের গ্রামে অনেকেই চাষ করে টমেটো এবং বাজারে বিক্রি করে। আমি আমার বাড়িতে টমেটোর চারা লাগিয়েছিলাম খাবার জন্য। টমেটো খেতে খুবই সুস্বাদু। টমেটোর মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন।নামটাও খুবই সুন্দর দেখতেও খুবই ভালো।
ফটোগ্রাফি ২
আমাদের বাড়ির গাছের শিম।শিম খেতে খুবই সুস্বাদু। শিম স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। শিমের ফুল রক্ত আমাশা দূর করে সাহায্য করে ইউটিউবে শুনেছিলাম। গ্রাম কিংবা শহর প্রায় মানুষই শিম চিনেএবং এর সম্পর্কে জানা আছে। সিমের দুটি রূপ একটি হালকা কালো আরেকটি হালকা সবুজ। আমি আমার বাড়িতে হালকা সবুজ শিম গাছটি লাগিয়েছি।
ফটোগ্রাফি ৩
আমাদের ক্ষেতের শসা। আমার কাছে শসাটি খুবই ভালো লেগেছে। শসা খেতে খুবই সুস্বাদু এবং উপকারী। শসা মানুষের শরীরের চর্বি কমাতে সাহায্য করে। শসাটি দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি টা ভালো লাগবে।
ফটোগ্রাফি ৪
আমাদের ক্ষেতের ডাটা শাক। ডাটা শাক ভাজি করে এবং রান্না করে খাওয়া যায়। টাটা শাক খেতে খুবই ভালো এবং সুস্বাদু। ডাটা শাক দেখতে পুরোটাই সবুজ। টাটা সাথে আলাদা রকমের পুষ্টি আছে। যা আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন। কমেন্ট করে লিখে যাবেন।
ফটোগ্রাফি ৫
ভাইতা শাক।শাকটি খুবি কম মানুষের চিনে।ভাজি খেতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামে আমরা চাষ করি। আমাদের গ্রামের সবাই চিনে। আপনাদের মাঝে কেউ যদি সাতটি চিনে থাকেন। তবে কমেন্টে বলে জাবেন। দেখতে সুন্দর লাগার কারণে আমি একটি ফটোগ্রাফি করেছি এবং আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনাদের কাছে ভালো লাগলো একটি ভোট দিবেন।
From# Bangladesh
@anikkhan1
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Curated by - @adeljose
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit