📷আমার তোলা কিছু সবজির ফটোগ্রাফি 📷

in hive-170554 •  2 years ago  (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবারো আপনাদের মাঝে আমার তোলা কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।আমার ফটোগ্রাফি করা খুবই পছন্দ ভালো হোক বা মন্দ। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি।আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তোর শুরু করা যাক।

ফটোগ্রাফি১

IMG20230215160716_01.jpg

এটি হলো আমার বাড়ির গাছের টমেটো। কমবেশি সবাই চিনি টমেটো। আমাদের গ্রামে অনেকেই চাষ করে টমেটো এবং বাজারে বিক্রি করে। আমি আমার বাড়িতে টমেটোর চারা লাগিয়েছিলাম খাবার জন্য। টমেটো খেতে খুবই সুস্বাদু। টমেটোর মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন।নামটাও খুবই সুন্দর দেখতেও খুবই ভালো।

ফটোগ্রাফি ২

IMG20230215160934.jpg

আমাদের বাড়ির গাছের শিম।শিম খেতে খুবই সুস্বাদু। শিম স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। শিমের ফুল রক্ত আমাশা দূর করে সাহায্য করে ইউটিউবে শুনেছিলাম। গ্রাম কিংবা শহর প্রায় মানুষই শিম চিনেএবং এর সম্পর্কে জানা আছে। সিমের দুটি রূপ একটি হালকা কালো আরেকটি হালকা সবুজ। আমি আমার বাড়িতে হালকা সবুজ শিম গাছটি লাগিয়েছি।

ফটোগ্রাফি ৩

IMG20230215161239.jpg

আমাদের ক্ষেতের শসা। আমার কাছে শসাটি খুবই ভালো লেগেছে। শসা খেতে খুবই সুস্বাদু এবং উপকারী। শসা মানুষের শরীরের চর্বি কমাতে সাহায্য করে। শসাটি দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি টা ভালো লাগবে।

ফটোগ্রাফি ৪

IMG20230215160511.jpg

আমাদের ক্ষেতের ডাটা শাক। ডাটা শাক ভাজি করে এবং রান্না করে খাওয়া যায়। টাটা শাক খেতে খুবই ভালো এবং সুস্বাদু। ডাটা শাক দেখতে পুরোটাই সবুজ। টাটা সাথে আলাদা রকমের পুষ্টি আছে। যা আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন। কমেন্ট করে লিখে যাবেন।

ফটোগ্রাফি ৫

IMG20230215161603.jpg

ভাইতা শাক।শাকটি খুবি কম মানুষের চিনে।ভাজি খেতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামে আমরা চাষ করি। আমাদের গ্রামের সবাই চিনে। আপনাদের মাঝে কেউ যদি সাতটি চিনে থাকেন। তবে কমেন্টে বলে জাবেন। দেখতে সুন্দর লাগার কারণে আমি একটি ফটোগ্রাফি করেছি এবং আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনাদের কাছে ভালো লাগলো একটি ভোট দিবেন।

From# Bangladesh
@anikkhan1

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI0
Period16/02/23
Transfer to Vesting0 STEEM
Cash Out
0
ResultClub NC

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @adeljose