Bismillahir Rahmanir Rahim
Assalamu Alaikum wa Rahmatullah.
Hello Everyone
I am @anikkhan1
From #Bangladesh
Today is sunday
16 November 2023
আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন যাবত ধরে আমার পরীক্ষা পড়াশোনার অনেক চাপ। যার কারণে আমি আপনাদের সাথে একটিভ থাকতে পারতেছি না। তবুও ব্যস্ততার মাঝে আমি আপনাদের সাথে ডেইয়ি গেম পোস্ট করলাম। তো শুরু করা যাক, আমার সারাদিন কাটানো সুন্দর মুহূর্ত।
আজকে আমি সকাল ৭ টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বই পরলাম।
তার পর হাতে একটু দাঁত মাজার পেস্ট আরেকটি ব্রাশ নিরে চল লাম হাঁটতে। হাঁটতে হাঁটতে দাঁত মাজা শেষ হলো। তারপর হাত মুখ ধুয়ে নিলাম। আমার মা সকালে খাওয়ার জন্য ডাকছিল তো সকালের খাবার ছিল মাছ ভাত।
সকালে খাবারটি খুবই সুস্বাদু ছিল। মাছ ভাত খেতে আমার কাছে ভালো লাগে। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
তারপর কোচিং এ যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে কোচিংয়ে যাচ্ছিলাম। আমাদের বাসা থেকে কোচিং খুব একটা বেশি দূরে না। সকালে হাঁটতে হাঁটতে কোচিংয়ে গেলাম খুবই ভালো লাগলো ঠান্ডা হাওয়া। কিছুদিন ধরে ভালই ঠান্ডা পড়েছে।আমি আমার বন্ধুর সাথে একটি সেলফি নিলাম।
তারপর চলে গেলাম কোচিং প্রায় ২ ঘন্টা পড়াশোনা করার পর স্যার আমাদের আজকের মত ছুটি দিলেন।বাড়িতে আসার সময়, রাস্তার ধারে একটি দোকান থেকে দুটি রিং টিপস কিনলাম।
একটি আমার জন্য আরেকটা আমার ছোট ভাইয়ের জন্য। রিং চিপস আমার খুবই পছন্দ।আজকের আকাশে অনেক সুন্দর আবহাওয়া ছিলো।
তারপর চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করলাম,তারপর হালকা কিছু খাবার খেয়ে নিলাম। একটু বিশ্রাম করলাম,কিছুক্ষণ পর কোচিং এর পড়া গুলো পড়তে বসলাম। পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাহিয়ে বেয় হলাম, আমার কিছু কবুতর আছে। কবুতর গুলোর ঘরের মুখ লাগিয়ে দিলাম। তারপর খাবার খেয়ে ঘুম না যেন প্রস্তুতি নিচ্ছি।
Thank you for reading Dairy game blog.
Thank you
dairygame | @anikkhan1 |
---|---|
Edit | Me |
Location | Bangladesh 🇧🇩📷 |
Device | realme |
From #bangladesh
@anikkhan1