Better Life with Steem" ||"THE DIARY GAME"|| 5 December 2023 || Busy Day

in hive-170554 •  last year 

Bismillahir Rahmanir Rahim

Assalamu Alaikum wa Rahmatullah.

Hello Everyone
I am @anikkhan1
From #Bangladesh

Today is Tuesday
5 December 2023

THE DIARY GAME

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। কিছু দিন হয়েছে পরীক্ষা শেষ। তাই আপনাদের মাঝে নিয়ে আসা আমার ডেইরি গেম।আমার কাটানো সারা দিনের সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের আজকের ডেইরি গেম।

আজকে সকাল ৭টার ঘুম থেকে উঠেছি।ঘুম থেকে উঠে দাঁত মাজলাম হাত মুখ দিয়ে ফ্রেশ হইলাম। তার পর আমার পোষা কবুতর গুলোর ক্ষোপের ঢাকনা খুলে দিলাম। তাদের কিছু খাবার আর পানি দিলাম।

IMG20231120082949.jpg

কিছুক্ষণ ওখানে বসে ছিলাম,ছোটবেলা থেকে কবুতর আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার কবুতর গুলো খুবই যত্নের সাথে লালন পালন করি। আমার মা আমার কবুতর গুলো কে বেশি দেখা সোনা কর।মাও কবুতর অনেক ভালো বাসে।

IMG20231123150251.jpg

তারপর সকালে খাবার খেয়ে নিলাম। আজকের সকালে খাবার ছিল শুকনো পাউরুটি দিয়ে ডিম ভাজা। সকালের খাবার খুবই সুস্বাদু ছিল। পাউরুটি দিরে ডিম ভাজা খেতে খুবই ভালো লাগলো। অনেক আনন্দের সাথে খাবার খেলাম। সকালের খাবার খাওয়ার পর, কিছুক্ষণ বিশ্রাম নিলাম।

IMG20231130125149.jpg

তারপর চলে গেলাম আমাদের ধানের জমিতে। তারপর আমি আমার ছোট ভাই, আর আমার চাচাতো ভাই মিলে ধান কাটলাম। ধান কাটা খুবই পরিশ্রমের কাজ, তবুও আমরা সবাই চেষ্টা করলাম। ধান কাটতে আমাদের অনেক সময় লেগেছে। ধান কাটতে কাটতে আমাদের দুপুর হয়ে গেল। তারপর বাড়িতে চলে গেলাম সবাই মিলে গোসল করে নিলাম।

IMG20231129142012.jpg

তারপর দেখি মা আমাদের জন্য পেয়ারা ভর্তা করতেছে।তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আমাদের গাছের পেয়ারা খুবই সুস্বাদু ছিল। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আমার ছোট ভাই এবং চাচাতো ভাই পেয়ারা ভর্তা খেয়ে অনেক খুশি। ওদের কাছেও ভালো লেগেছে। তারপর চলে গেলাম ধান গুলো বাড়িতে নিয়ে আসার জন্য। আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সন্ধ্যাও হরে গিয়েছিল। তারপর হাত পা ধুয়ে নিলাম, তারপর শুয়ে ছিলাম।

1701788492177.jpg

রাতে চলে গেলাম য়েকেট খেলতে। সারাদিন অনেক পরিশ্রম করেছি। তাই রাতে বন্ধু দের সাথে য়েকেট খেলতে ভালো লাগলো।
আমার চাচাতো ভাইয়ের সাথে একটি সেলফি নিলাম। রাতের খেতে খুবই ভালো লাগলো। সবাই মিলে রাতে অনেক ক্ষণ য়েকেট খেল লাম। অনেক রাত হয়ে গেল বাড়ি চলে আসলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম।

Thank you for reading Dairy game blog.

Thank you

dairygame@anikkhan1
EditMe
LocationBangladesh 🇧🇩📷
Devicerealme

From #bangladesh
@anikkhan1

Allah Hafeez

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...