আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আমি ইমন আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আমি প্রতিদিন রুটিন অনুযায়ী কাজ করি -
আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইমন | আমার বাড়ি জামালপুর জেলার,মেলান্দহ থানার ভাবকী গ্রামে | তো প্রতিদিনের মতো আজকেও আমি সকালে ঘুম থেকে ওঠি দাত ব্রাশ করি | সকালে কিছু সময় হাঁটাহাঁটি করি এবং মাঠে বিয়াম করি | তারপর আমি বাড়ি ফিরে আসি | বাড়ি আসার পরে সকালের নাস্তা করি একটু পড়াশোনা করি | পড়াশোনা শেষ করে আমি বাইরে বন্ধুের সাথে আড্ডা দিই |
আবার ১১ টার সময় আমি এবং আমার বন্ধুরা সবাই কোচিং-এ যায় | আমরা দুই জায়গায় কোচিং পড়ি কিছু দিন পর আমাদের এস এসসি পরীক্ষা আমাদের জন্য সবাই দোয়া করবেন | আমি যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে বাবা-মাকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারি | আমরা প্রতিদিন প্রায় ৫-৬ ঘন্টা পড়াশোনা করি | আমাদের কোচিং ১টার সময় ছুটি হয় | কোচিং থেকে আমি বাড়ি আসি | বাড়ি আসার পর আমি গোসল করি | দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়ি |
ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে তারপর আমি ৩ টার সময় নদীর পাড়ে ঘুরতে আসলাম | আমি আমার বন্ধুরা সবাই এই ব্রিজে আড্ডা দেই | শীতের দিনে নদীর পানি শুকিয়ে গেছে | ছোট বেলা এই নদীতে অনেক মাছ ধরেছি বাবার সাথে | এখন আর নদীতে আগের মতো পানি আসে না | তো বন্ধুরা যেহেতু কিছু দিন পর আমাদের এস এসসি পরীক্ষা তাই আমরা বেশি সময় এখানে আড্ডা দিবো না | তো কিছু সময় আড্ডা দিয়ে আমরা চলে গেলাম আসরের নামাজ পড়ার জন্য | নামাজ হলো বেহেশতের চাবিকাঠি | আমরা চেষ্টা করব কাজ করার পাশাপাশি নামাজ পড়ার জন্য |
আসরের নামাজ শেষ করে আমি চলে আসি এলাকার একটা দোকানে | দোকানে আসার পর আমি বড় ভাই ও বন্ধুদের সাথে Free Fire গেম খেলি | Free Fire গেমটা সবাই পছন্দ করে | আমাদের গেম খেলা দেখার জন্য ছোট ভাইয়েরা অনেক আগ্রহি | আমার আইডির লেভেল হচ্ছে ৬২ | আমি সময় কাটানোর জন্য গেমটা খেলি | একসময় এই গেমটা সবার ইমোশনাল ছিল |
তো আমি কিছু সময় গেম খেলি গেম খেলা শেষ করে আমি সন্ধ্যার সময় চলে আসি বাড়িতে | বাড়ি আসার পর আমি পড়তে বসলাম | তো আমি প্রায় ২-৩ ঘন্টার মতো পড়াশোনা করলাম | ফেব্রুয়ারির ১৫ তারিখে আমাদের এস এসসি পরীক্ষা তাই আমি ভালো ভাবে পড়াশোনা করছি | পড়াশোনা শেষ করে আমি কিছুসময় মোবাইল ফোন চালায় স্টিমিটে পোস্ট করার জন্য
তারপর পড়াশোনা শেষ করে আমি রাতের বেলা বাড়ির বাইরে ব্যাডমিন্টন খেলা দেখতে আসলাম | আজকে রাতে কিন্তু অনেক শীত এবং অনেক কুয়াশাও পড়েছে যার কারণে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না | কিন্তু শীতের দিনে ব্যাডমিন্টন খেলার মজাটাই অন্যরকম | ব্যাডমিন্টন খেলা আমারও অনেক ভালো লাগে | আমিও মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলি | কিন্তু পরীক্ষার কারণে বেশি একটা খেলা হয়না | তো খেলা দেখা শেষ আমি আবার বাড়ি আসি | খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি | তো বন্ধুরা এভাবে আমি প্রতিনিয়ত জীবন যাপন করছি
Alhamdulillah I and my family are living happily and peacefully
❤ You Steemit Friends
খুব ভালো লাগলো পোস্টটি পড়ে আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াশোনায় মনোযোগ দিয়েছিলেন এবং প্রতিদিন ছয় ঘন্টা করে আপনি পড়াশোনা করেন, এটাই ভালো এই বয়সে পড়াশোনা মনোযোগ দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
যে নদীতে আপনি সময় কাটান বন্ধুদের সাথে, সে নদীটার বিষয়ে আপনি আমাদের জানালেন, বেশ ভালো লাগলো
বিকেলবেলা দোকানে সময় কাটানো এবং রাত্রিবেলা ব্যাডমিন্টন খেলার মুহূর্ত অসাধারণ, ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank You Vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit