আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আমি ইমন আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আজকে ১৬ রোজা ---
আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইমন | আমার বাড়ি জামালপুর জেলার,মেলান্দহ থানার ভাবকী গ্রামে | তো প্রতিদিনের মতো আজকেও আমি সকালে ঘুম থেকে ওঠি দাত ব্রাশ করি | সকালে কিছু সময় হাঁটাহাঁটি করি এবং মাঠে বিয়াম করি | তারপর আমি বাড়ি ফিরে আসি | বাড়ি আসার পরে কিছু সময় মোবাইল চালায় | আমাদের পরীক্ষা ও শেষ তাই আমরা বন্ধুরা সবাই মিলে এক সাথে আড্ডা দেই গেম খেলি |
আজকে ১৬ রোজা তো আমি আজকে পরিবারের সাথে ইফতার করবো | তাই সকাল ১০ টার সময় চলে আসি বাজারে | তো আজকের ইফতারে থাকছে বিরিয়ানি এবং সাথে তরমুজ | তো গোস্ত কেনার জন্য আমি বাজারে চলে আসি | আমার পিছনে যে কলেজ দেখতে পাচ্ছেন সেই কলেজে আমার পড়ার ইচ্ছা | আপনারা দোয়া করবেন এস এসসি তে ভালো রেজাল্ট করে ভালো কলেজে যেন ভর্তি হতে পারি | এই কলেজ আমাদের বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে | অনেক ভালো একটা কলেজ | তো বাজার থেকে আসার পর আমি গোসল করি | তারপর যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় | নামাজ পড়ার পর আমি বাড়ি ফিরে আসি | বাড়ি আসার আমি ঘুমিয়ে পড়ি |
ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে তারপর আমি ৩ টার সময় নদীর পাড়ে ঘুরতে আসলাম | আমি আমার বন্ধুরা সবাই এই ব্রিজে আড্ডা দেই | শীতের দিনে নদীর পানি শুকিয়ে গেছে | ছোট বেলা এই নদীতে অনেক মাছ ধরেছি বাবার সাথে | এখন আর নদীতে আগের মতো পানি আসে না | তো বন্ধুরা যেহেতু আমাদের এস এসসি পরীক্ষা শেষ পড়াশোনা ও নাই | নামাজের সময় হয়ে গেছে তাই আমরা বেশি সময় এখানে আড্ডা দিবো না | তো কিছু সময় আড্ডা দিয়ে আমরা চলে গেলাম আসরের নামাজ পড়ার জন্য | নামাজ হলো বেহেশতের চাবিকাঠি | আমরা চেষ্টা করব কাজ করার পাশাপাশি নামাজ পড়ার জন্য |
তো বন্ধুরা নামাজ পড়ে আসার পর আমি কেরাম বোর্ড খেলি | এই খেলাটা আমার অনেক ভালো লাগে | রোজার দিনে সময় কাটানোর জন্য এই গেমটা আমি খেলি | তো আমি বন্ধুদের সাথে এক গেম খেলি | তার পর আমি বাসায় ফিরে আসি ইফতারির জন্য | আজকে পরিবারের সাথে ইফতার করবো | পরিবারের সাথে ইফতার করার মজাটাই অন্যরকম |
তো আজকে আমি পরিবারের সাথে ইফতার করবো | ইফতারে থাকছে বিরিয়ানি এবং সাথে তরমুজ | আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন | পরিবারের সাথে ইফতার করার মজাটাই অন্যরকম |
তো বন্ধুরা ইফতারের পরে নামাজ পড়ার পর আবার আমি পোস্ট করার জন্য কিছু সময় মোবাইল চালায় | পরীক্ষা ও শেষ | পোস্ট করার পর আমি ইশার নামাজ পড়ার আসলাম | নামাজ পড়ার পর আমি বাসায় আসলাম | বাসায় আসার পর আমি কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি |
আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
You have done various shopping to organize iftaar with your family went to market ate meat and arranged watermelon also you spent good time today with friends and during fasting days you spend deen by praying and remembering Allah very nice to read your post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://steemit.com/hive-170554/@mdjihad/better-life-with-steem-the-dairy-game-07-04-2024-a-typical-day-and-some-moments-of-wanderlust
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit