আসসালামু-আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আমি এই কমিউনিটিতে নতুন। সুতরাং আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন।
আমি ছবি আঁকতে অনেক পছন্দ করি। আমার ছবি আকার দক্ষতা আপনাদের সাথে শেয়ার করবো।আজ আমি একটি পাখির ছবি আঁকবো, আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
কিভাবে একটি পাখি আঁকতে হয় নিচে তার ধাপগুলো তুলে ধরা হলো:
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা কাগজ।
২.পেন্সিল।
৩.রাবার।
প্রথম ধাপ:
প্রথমে সাদা কাগজটি একটি টেবিলের উপর সেট করে নিতে হবে। তারপর সাদা কাগজটিতে প্রথমে পেন্সিল দিয়ে পাখির ঠোঁটের অংশ ও চোখ আঁকাতে হবে এবং বডির আকার ধীরে ধীরে টেনে আনতে হবে পছন্দ অনুযায়ী।
দ্বিতীয় ধাপ:
বডির আকার দেওয়ার পরে পাখির পিছনের পালক/লেজসহ নিচের বডির অংশ টুকু আঁকতে হবে
তৃতীয় ধাপ:
এবার পখিটির পায়ের অংশসহ পুরো বড়ির আকার একে নিতে হবে এবং সাথে একটি ডাল আঁকতে হবে ছবির মতো করে৷
চতুর্থ ধাপ:
এবার ডালে একটি পাতা একে নিবো এবং পাখিটিকে পেন্সিলের সাহায্যে হালকা কালো রঙের আকৃতি দিতে হবে। তাহলে এটি পরিপূর্ণ পাখিতে রুপান্তরিত হবে। যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।
আমার আঁকা ছবির সাথে একটি সেলফি সংযুক্ত করলাম। আশা করি সবার ভালো লাগবে।
নিচে আমার এচিভমেন্ট ১ সম্পন্ন হওয়ার লিংক দেওয়া হলো :https://steemit.com/hive-172186/@arifulsa12/2qvnpx-achievement-1-arifulsa12-or-or-introduction-post-to-steemit
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট-টি পড়ার জন্য।
ধন্যবাদ আপনাকে একটি সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। আপনার চিত্রাংকন চমৎকার হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit