🫶Better Life With Steemit || The Diary game | 04 sept 2023🫶Today is my full day

in hive-170554 •  last year 

"বিসমিল্লাহির রহমানির রহিম"

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।

20230904_222321.jpg

প্রতিদিনের মতো আজকেও সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠি আমি। তারপরে মুখ ধুয়ে ফ্রেশ হই। কাজের জন্য রেডি হই আমি সাড়ে সাতটা বাজে। তারপর আমি কিচেনে যাই নাস্তা করার জন্য। আজকের নাস্তায় কিছু নাই এই জন্য আমি বাকালায় গেলাম। মুরগির ফোটা কিনে নিয়ে আসি এক প্যাকেট। সৌদি আরবের যেটাকে মুরগির ফোটা বলা হয় ওটা বাংলাদেশের মুরগির ছোট কলিজা।


এগুলা কি দোকান থেকে নিয়ে আসার পরে। প্রথম ১০ মিনিট ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপরে আমি পাক করা শুরু করলাম। আমার কাজ শেষ হয়ে গেলে সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম। নাস্তা শেষে কিচিন থেকে বাইরে আমি কাজে চলে গেলাম।

20230902_153535.jpg

আজকে আমার কাজ ছিল সকাল বেলা। আমরা যেসব আমাদের খালি রুম ছিল তার থেকে কম্বল ও বালিশ নিয়ে আসছি‌। কতটা কম বলছিল এবং কি কতটা বালিশ ছিল এগুলো গুনতি করা। আসলে এগুলো আমাদের কাজ ছিল না। এই জায়গায় একজন বাঙালি আগে কাজ করতো।


শেষ ছুটে যাওয়ার আগে ভুলবাল হিসেব দিয়ে চলে গেছে এই জায়গা থেকে। এই জায়গায় এখন নতুন ম্যানেজার এসে দেখে যে কোন হিসাব মিলতেছে না। আসলে মানুষ বললে না হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না। এক দুই জন বাঙালির কারণে পুরা বাঙালি বদনাম এ প্রবাস জীবনে। এরে নিয়ে কথা বললে কথা শেষ হবে না বাই তাই আমি টপিকটা বাদ দিলাম।

20230902_153544.jpg

তারপরে আমরা কম্বল আর বালিশ হিসাব করলাম। সে যতটা বলছে তার থেকে 200 কম্বল কম আছে। একটা কম্বল ৫০ রিয়াল হলে ২০০টা কম্বল ১০ হাজার রিয়াল হয়। যা বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা। তারপর আমরা কাজ শেষ করলাম। দুপুর ১২ টা বাজে। তারপর কিচেনের ভিতরে গেলাম খাওয়ার জন্য। হাওয়া শেষে রুমে চলে আসলাম রেস্ট করার জন্য।

20230901_181132.jpg

দুপুর তিনটা বাজে কাজে যাওয়ার পরে। প্রায় দেড় ঘন্টা কাজ করার পরে। একটু আকাশের থেকে দেখলাম। আকাশে দেখলাম একটা পেলেন উঠতেছে। তখন আমি মনে মনে বললাম। হায়রে বেইমান বিমান একবার নামায় দিয়ে আর নেওয়ার জন্য মনে করে না।


তারপরে আমি সন্ধ্যা বেলা কাজ শেষ করি। তখন সাড়ে সাতটা বাজে। রুমে আসে কিছুক্ষণ রেস্ট করে গোসল করা হয় আমার। আজকে আর রাতে কিচেনে গেলাম না। আমার সাথে একজন আছে যে কিচিনের ভিতরে কাজ করে। আজকে আমার ভালো লাগতেছে না তুমি খাবারটা রুমে নিয়ে আসো। তারপরেও খাওয়ার রুমে নিয়ে আসলে আমি খেয়ে শুয়ে যায় আজকে আর দেরি করি না শোয়ার জন্য।


অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই, আপনি প্রবাস জীবন যাপন করছেন জেনে আপনার প্রতি একটা আবেগ কাজ করছে। পরিবার, আত্মীয় স্বজন রেখে প্রবাসে থাকা অনেক কষ্টের। তারপর ও আপনি পরিবারের কথা ভেবে সব মেনে নিচ্ছেন। দোয়া রইলো আপনার জন্য। আপনার প্লেনের ছবিটা অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে। আপনার কিছু মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটা দেখার জন্য। এবং কি এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ আবারো ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের দিকে নিজের একটু খেয়াল রাখবেন দয়া করে।

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI9.2 ( 1.18 % self, 85 upvotes, 39 accounts, last 7d )
Period2023-09-08
Transfer to VestingPowerUp : 44.909 STEEM
Cash Out
00
ResultClub5050

ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমার পোস্টটা চেক করার জন্য। সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের দিকে নিজের খেয়াল রাখবেন।