🫶Better Life With Steemit || The Diary game | 09 sept 2023🫶Today is my full day job

in hive-170554 •  last year 
"বিসমিল্লাহির রহমানির রহিম"

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।

20230903_155333.jpg

আজকের সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠি। তারপরে মুখ ধুয়ে ফ্রেশ হই। আমি কাজের জন্য রেডি হই। তারপরে কাজে চলে যায় সকাল সাতটা বাজে। সকাল সাতটা বাজে আমাদের গরমের এই জায়গায় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আপনারা বলতে পারেন আমি মুখে কেন মার্কস দিয়েছি। আমাদের এই জায়গায় গরম আছে আমরা সুদ্ধা কালো হয়ে যায় এমনি আমি কালো মানুষ। গরমে কালো হয়ে যাবে উগান্ডার মানুষের মত লাগে।

আমার আজকে সকালবেলা কাজ ছিল। এখন ইলেক্ট্রিশিয়ানের সাথে কাজ করি এই জন্য সকালবেলা চারপাশটা কমপ্লেন ছিল ইলেকট্রিশিয়ান।দুইটা রুমের কমপ্লেন আসছিল তারা রাত্রে ঘুমাতে পারেনি গরমের জন্য। তাদের রুম ঠান্ডা হইতেছে না এসিতে। ফার্স্টে আমরা একটা রুম চেক করলাম এসিতে গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে আমরা স্টোর থেকে গ্যাস নিয়ে গিয়ে এসিতে গ্যাস ঢেলে দিলাম।

20230903_152954.jpg

দ্বিতীয় রুমটা এসি ঠান্ডা হচ্ছে না কেননা দুই দিন আগে বালুর বাতাস হয়েছি এই জায়গায়। আমরা আগে এসির মিটার দিয়ে চেক করলাম এসিতে গ্যাস আছে কিনা। তারপরে দেখলাম যে এসিতে গ্যাস আছে। এসিরকে খুলে নিয়ে আসলাম আমরা কিসিনের ভিতরে ধোয়ার জন্য। এই এসিটার ভিতরে এত মাটি ছিল যাব বলার বাইরে। আমাদের আধা ঘন্টা লাগছে এসিটা দেওয়ার জন্য। তারপরে এসিতে দোয়া হয়ে গেলে। আমরা একটা ছোট তলের ওপরে রাখলাম এসিটা।

তখন বাজে সকাল সাড়ে আটটা। আমরা বললাম টলিটার উপরে এসিটা থাকুক এসি থেকে পানিটা নিচে ঝরে যাবে। এই দিক দিয়ে আমরা সবাই নাস্তা করে নিই। তাহলে আমাদের জন্য ভালো হবে আর কিসিনে আসতে হবে না। তারপরে আমরা সবাই একসাথে নাস্তা করে নিলাম। এসিটা যে রুম থেকে খুলে নিয়ে আসছি ওই রুমে নিয়ে এসির লাগিয়ে দিয়ে আসলাম। তারপরে আমরা কাম শেষ করলাম দিনের বারোটা বাজে। রুমে আসার আগে কিচেনে যেয়ে আমরা খাবার খেয়ে নিলাম।

20230910_102857.jpg

তারপরে খাওয়া শেষ হয়ে গেলে আমরা রুমে চলে আসি রেস্ট করার জন্য। কেননা দিনে তিনটের আগে আর আমরা কাজে চলে যাব না। কিছুক্ষণ শুয়ে রেস্ট করলাম। বাংলাদেশের ম্যাচ দেখার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পারিনি আমাদের এ জায়গায় নেটের সমস্যা ছিল। প্রথম ইনিংস আর আমার দেখা হলো না। তারপরে আমি কাজে চলে যাই দিনের তিনটা বাজে।

20230907_104309.jpg

আমি আমার কাজ করতেছি। হঠাৎ কোথা থেকে একটা বিড়ালের বাচ্চা এসে আমার কোলে উঠে গেছে। তারপরে তার সাথে কিছুক্ষণ শয়তানি করলাম। বিড়ালের বাচ্চাকে ওই জায়গায় রেখে আমি বা দোকানে চলে আসলাম একটা দুধ কিনার জন্য। তারপর দুধ কিনে নিয়ে বিড়ালের বাচ্চাকে আমি খাওয়ালাম। ওই জায়গা আমাদের কাজ শেষ হয়ে যায়। তখন বাজে সন্ধ্যা সাতটা বাজে গিয়েছে। তারপরের রুমে আসে আমরা কিছুক্ষণ রেস্ট করি। গোসল করা শেষ হয়ে গেলে আমরা কিচেনের ভিতরে যাই খাওয়ার জন্য সন্ধ্যাবেলা। খাওয়া শেষে আমরা রুমে চলে আসি আজকে আমার নেট ভালো ছিল না তাই আমি steem পোস্ট করতে পারিনি।তাই আজকে জলদি আমি শুয়ে গেলাম।


অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রবাসীতে সারাদিনের কাজের ব্যাস্ততা দিন কাটিয়েছেন। মৃল্যবাননদিন আমাদের মাঝে তুলে ধরছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকেও। আপনার কিছু মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটা দেখেও একটা সুন্দর করে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন।

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI8.7 ( 0.00 % self, 72 upvotes, 39 accounts, last 7d )
Period2023-09-11
Transfer to VestingPowerUp : 37.534 STEEM
Cash Out
00
ResultClub5050

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For Septembert 2023 Curated by - @karianaporras

Note:

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

Thanks you Team Newcomer @karianaporras to support me

প্রবাস জীবন কত কষ্ট আপনজনে বোঝোর চেষ্টা করে না। তারা মনে করে প্রবাসি মানে টাকার মেশিন।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটা পুরা দেখে আপনি একটা সুন্দর করে কমেন্ট করার জন্য। আসলে ভাই আমি সৌদি আরব আসাদ দুই বছর পরে আমার এক বন্ধু আমাকে কল দিছিল। বলে আমিও বিদেশে আসতে চায় এখন তুই কি বলিস। আমি তাকে কিছু কষ্টের কথা বললাম আর সে আমাকে বলে। তুই টাকা কামাতে আমি আসবো তো টাকা কম হয়ে যাবে এজন্য আমাকে মানা করতেছিস। তারপরে যে আমাকে কল দিচ্ছিল বাংলাদেশ থেকে আমি সৌদি আরব আসতেছি। আমি বললাম হা সবাই আসো সমস্যা নাই অনেক টাকা আছে।

আপনি সারাদিন অনেক পরিশ্রম করেন। আপনাদের ওইখানে তাপমাত্রা অনেক বেশি। এত গরমে কাজ করা আসলে খুবই কষ্টের। সাবধানে থাকবেন।

ধন্যবাদ আপনাকে ভাই। আপনার কিছু মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটা দেখার জন্য এবং কি এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আমাকে। এইতো ভাই গরম আর একমাস আছে তারপরও গরম শেষ হয়ে যাবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন।

It is very difficult to work in this summer. Only those of us who have to work in the heat for a living understand how hard it is to work in the heat. And you are a foreigner. Expats can do anything for their families. They put a smile on everyone's face by giving up their suffering. Thank you very much and respect and respect. That you are suffering so much for the people of Bangladesh for the family. May life get better. Have a good time with family. At the same time, I pray that you can move forward in life by loving your work. Best wishes to you.

ধন্যবাদ আপু আপনাকে। আমার পোস্টটা পড়ার জন্য। এবং কি আপনার কিছু মূল্যবান সময় দিয়ে একটা কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন।

In daily life every human being has to go on work through work people's life is spent and through work people are well the description you have given in your work is nice

ধন্যবাদ আপনাকে। আপনার কিছু মূল্যবান সময় দিয়ে। আমার পোস্টটা দেখেও এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন।