🫶Better Life With Steemit || The Diary game | 1 Aug 2023🫶Today is my full day job

in hive-170554 •  2 years ago 

"বিসমিল্লাহির রহমানির রহিম"


আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।


20230802_125131.jpg

Morning


আজকের সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠেছি। কেননা আজকে আমার সাপ্তাহিক ডেট জামা কাপড় ধোয়ার। সকালবেলা যখন মুখ দিতে যাই একসাথে জামা কাপড় নিয়ে যাই। জামা কাপড় ধোয়া শেষ করে গোসল করতে আমার সাতটা বেজে গেল। যেহেতু আমার কাজ যাওয়ার জন্য আর এক ঘন্টা বাকি আছে। আজকে সকালবেলা আম্মুর কাছে কল করলাম জলদি। আম্মুর সাথে কথা বলতে 35 মিনিট হয়ে গেল‌। আম্মুর সাথে কথা বলা শেষ করে আমি কাজের জন্য রেডি হলাম। কাজে গিয়ে আমার কাজ আমি শেষ করে ১১ টা বেজে গেল। ১১ টা বাজে রুমে আসি কিছুক্ষণ রেস্ট করি।

20230801_153450.jpg

noon


Chicken grill at


এটাও হচ্ছে রাত্রে ফিলিপাইনের খাবার। এই মুরগি গুলোকে ফার্স্ট টাইম বালা করে ধুয়ে। তারপরে ময় মসল্লা ভালো করে লাগিয়ে। গরম হেটারে উপর রেখে দেওয়া হয়। এগুলো হয়ে গেলে একটা বড় দেশের মধ্যে নিয়ে নেওয়া হয়। আমরা কাজ করতে থাকি। আমাদের কাজ শেষ হয় সাড়ে পাঁচটা বাজে। রুমে আসে কিছুক্ষন রেস্ট করে। তারপরে আজকে রাতে খানা বানাতে হবে।


20230731_202215.jpg

night

তখন আমি বললাম কি বানাবি তোরা। এখন ওরা আমাকে বলল ছাগলের মাথা ও পা আছে। বললাম বাংলাদেশের যেরকম পাইয়া পাক করে ওরকম পাক করবি‌। ওরা আমাকে বলল না আজকে নতুন স্টাইলে পাক করব তুই আঁচল দেখবি। তখন আমি ওদের সাথে পাক করতাম চলে গেলাম। তখন আমি দেখলাম ওরা মুসুর ডাল নিল আধা কিলো। ডালের সাথে মাতা ও পা ডেলি দিয়ে একসাথে পাক করে নিল। আলহামদুলিল্লাহ খানা পাকান এটা ভালই হলো। খানা খায় কিছুক্ষণ রেস্ট করে। রাত্রের ৯ টা বাজে কাজে চলে গেলাম। কাজ শেষ করে আসলাম রাইতের বারোটা বাজে। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI[ ? ] ( 0.00 % self, 15 upvotes, 8 accounts, last 7d )
Period2023-08-02
Transfer to VestingPowerUp : 2 STEEM
Cash Out
00
ResultClub5050

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines For August 2023
Curated by - @goodybest

Thanks you Team Newcomer to support me

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাহ অনেক সুস্বাদু খাবার তৈরি করেছেন মাথা এবং ডাল দিয়ে অনেক সুস্বাদু খাবার অনেক ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমার পোস্টটি দেখার জন্য। আমি চেষ্টা করব আর সুস্বাদু খাওয়ার রেসিপি যখন আপনাদের দেওয়া যায়।