আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।
![]() |
---|
সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠি আমি। জলদি করে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হই। কেননা আমাদের ম্যাচ বন্ধ করে দেবে সাড়ে পাঁচটা বাজে তারপরে আর নাস্তা খাওয়ার টাইম থাকবে না আমাদের। তারপরে আমি নাস্তা খাওয়ার জন্য দেখি যে এশিয়ানের জন্য ব্ল্যাক চনা দিয়েছে। যা আমি খাই না তাই আজকে সকালবেলা দিয়েছে। তারপর আমি দেখলাম যে আরবির জন্য সিদ্ধ ডিম দিয়েছে। তারপর নাস্তা শেষ করে নিলাম আমি।
![]() |
---|
আমি ছয়টা বাজে আমাদের এই জায়গায় আরেকটা ক্যাম্প আছে ওইটার ভিতরে কাজ আছে আজকে আমার। তারপরে আমি ওই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম মাত্র আমাদের এ জায়গা থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে। ওই ক্যাম্পে গিয়ে আমি দেখে তো হতাশ আর এই কি হলো আমাদের ক্যাম্পের।
![]() |
---|
আমার সাথে যে কাজে গেছে আমি জিজ্ঞেস করলাম কিভাবে এরকম হলো। বলল এই ক্যাম্পের লোকজন চলে গেছে তাই জন্য দুই নম্বর ক্যাম্পের ক্যারামন উঠাই লয়ে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই ওখানে জায়গায় কি কাজ আমার ডাব একটু বলবেন। ও আমি ভুলে গেছি এ জায়গায় আগে একটা ছবি ছিল আমার। তা আপনাদের সাথে শেয়ার করতেছি পুরাতন আর নতুন দোনো ছবি একসাথে।
তারপর আমি আমার কাজ করতে লাগলাম আমার কাজ ছিল আজকে এসের কিছু কেবল রয়ে গেছে তার এগুলা নিয়ে আসার জন্য আমাকে ওই জায়গায় পাঠিয়েছে। তারপরে আমি সকাল ছয়টা থেকে কাজ স্টার্ট করে দুপুর 11 টা পর্যন্ত কেবল অনেক কেবল বের করেছি আমি। প্রায় অনুমানিক ১০০ কিলোর উপরে হবে কেবল নিয়ে গাড়ি করে নিয়ে চলে আসছি আমাদের দুই নম্বর ক্যাম্পে। এসে কিছুক্ষণ রেস্ট করে আমি গোসল করে নিলাম। তারপরে আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। আমি কিছুক্ষণ রেস্ট করলাম আর বিকাল ৩ঃ০০ টা বাজে আবার ওই ক্যাম্পে গেলাম কাজ করার জন্য।
![]() |
---|
এটা ছিল আমাদের এক নম্বর ক্যাম্পের সিনিয়র ম্যাচ। বিকেলবেলা আমি সিনিয়ার ম্যাচ থেকে আমাদের যে এলইডি লাইট গুলো ছিল সেগুলো খোলার জন্য গিয়েছিলাম। আমরা সিনিয়র ম্যাচের ভিতরে এলইডি লাইট ২৬টা পেয়েছি এর জায়গায়।তারপর আমাদের কাজ শেষ হলো সন্ধ্যা সাতটা বাজে। রুমে এসে কিছুক্ষণ রেস্ট করলাম আমি। তারপরে গোসল করে ম্যাচে গেলাম খাবার খাওয়ার জন্য। কিছুক্ষণ রুমে আসে মোবাইল দেখে তারপরে শুয়ে পড়লাম আবার কালকে সকাল বেলা কাজ আছে।
অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।
This post has been upvoted through -Steemcurator09
Team Newcomer- Curation Guidelines For Septembert 2023 Curated by - @suboohi
Note:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সারাদিনে অনেক ব্যাস্ত ছিলেন। আপনার সেই দিন সম্পর্কে আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। সত্যি দিন অনেক সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit