আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।
সকাল ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠি আমি। মুখ ধুয়ে ফ্রেশ হয়। তারপরে কাজের জন্য তৈরি হই আমি। আমি কাজে যাই সকাল ছয়টা বাজে। প্রথমে আমি স্টোরের ভিতরে ঢুকে আমার টুলস গুলো নেওয়ার জন্য। তারপরে আমি কাজে চলে যাই। আমাদের একটা কমপ্লেন ছিল যে তার দরজার তালা নষ্ট হয়ে গেছে। আমরা গিয়ে তার দরজাটা প্রথমে দেখি কোন তালা নষ্ট হয়েছে।
তারপরে আমরা দরজার লকটা ঠিক করে দিয়ে চলে আসি। তখন বাজে সকাল আটটা। তারপরে আমরা নাস্তা করার জন্য কিচেন এর ভিতরে চলে আসি। কিচেনে আসে দেখেছি কিসিনে তালা মারা আছে কি আজকে কখনো কেউ আসেনি কাজে আটটা বেজে গেছে। তারপরে আমি আসে ওদের রুমের দরজা কলিং বেল দিলাম।
চাবি নিয়ে এসে আমি কিচেন করলাম। তারপরে আমাদের জন্য নাস্তা তৈরি করলাম। আমরা সবাই নাস্তা শেষ করে পিছন থেকে চলে গেলাম কাজ করার জন্য। তারপর আমরা কাজ শেষ করে চলে আসি দুপুর বারোটা বাজে।
রুমে আসি কিছুক্ষণ রেস্ট করে। সাড়ে বারোটা বাজে আমরা কিচেনে যাই খাওয়ার জন্য। কিচেনে যেয়ে দেখি যে আজকে খাবার একটু সুবিধা ছিল না। তারপরে বড় ব্রিজ থেকে নিজের জন্য সালাত কেটে নিলাম। দেখলাম যে আজকে মাছ ফ্রাই করে দিছে ফিলিপাইনের ওই জায়গা থেকে দুই পিস নিয়ে নিলাম। এই মাছটার নাম হচ্ছে ফিস প্লেট।
এটা আসলে আমি বাংলাদেশে কখনো দেখিনি মাছ। এ মাছটা সমুদ্রের মধ্যে পাওয়া যায় কোন কাটা থাকে নাই মাছের ভিতর। আমরা খাওয়া শেষ করে রুমে চলে আসে কিছুক্ষণ রেস্ট করার জন্য। আবার আমরা কাজে চলে যায় দিনে তিনটা বাজে।
আজকের দুপুর বেলা এত বালু উঠেছে যা বলার বাইরে। আমরা কিছুক্ষণ স্টোর বসে রইলাম বালু টা কমলে আমরা কাজে যাব। বালু কমার কোন নামই নাই। তারপরে এ বালুর ভিতর আমাদের কাজ করতে হয়েছে। বালুর ভিতরে কাজ করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছিল। আমাদের কাজটা শেষ হওয়ার প্রায় ছয়টা বাজে।
রুমে এসে ফ্রেশ হই। আজকে মনে করছে একটু মোবাইল বেশি দেখতে পারবো। কিন্তু না আমাদের ওয়াইফাই বন্ধ হয়ে গেছে বালু উড়ার কারণে। আর কি করমু ওয়াইফাই না চললে তো আমাদের কাজ হবে না তাই জন্য আমরা মোবাইল রেখে শুয়ে পড়লাম আজকে জলদি।
অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks you @shiftitamanna support to support
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@arohaman ভাই সুন্দর একটি ডাইরি গেম লিখেছেন।আপনার সংগ্রামী জীবন দেখে আমি উত্সাহ পাচ্ছি।আপনার জন্য শুভকামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমার পোস্টটা দেখো এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবারো আপনি আপনার একটা দিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করেছেন। সকালে ঘুম থেকে উঠে কাজ করতে গিয়েছেন। আপনাদের ক্যাম্পেইন ছিল একজনের তালা নষ্ট হয়ে গেছে। ওই তালা ঠিক করে এসে দেখছেন কিচেনে তালা মারা। এরপর অন্যদের কাছ থেকে কিচেনের চাবি নিয়ে,, নাস্তা রেডি করেছেন নাস্তা খেয়েছেন।
এরপর দুপুরের খাবার তেমন একটা সুবিধা না থাকার কারণে। এক ফিলিপাইন ভাইয়ের কাছ থেকে আপনি ফ্রিশ ফ্রাই নিয়েছেন। এবং দুপুরের খাবার খেয়েছেন,, আপনি বলেছেন এই মাছ বাংলাদেশে তেমন একটা দেখা যায় না।
খাবার খেয়ে কাজ করার জন্য গিয়েছেন,, কিন্তু বালুর কারণে আপনারা কাজ কিছুক্ষণ কাজ বন্ধ রেখেছেন। কিন্তু এরপরেও বালুর মধ্যে আপনাদের কাজ করতে হয়েছে। কাজ সম্পন্ন করে বাসায় এসেছেন রাতের খাবার খেয়েছেন।
দুর্ভাগ্যবশত আপনাদের ওয়াইফাই চলে গেছে। যার কারণে আপনারা আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার একটা দিনের কার্যাবলী এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার সহায় হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি অনেক দুঃখিত এই জন্য যে। আপনি কমেন্ট টা করছেন ৪ দিন হয়ে গেছে আমি রিপ্লাই দিতে পারিনি। আসলে আমারে যায় কিছু নেটওয়ার্কের সমস্যা ছিল আর আমার কাজটা চেঞ্জ হয়ে গেছিল আগের কাজটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার এই পোস্টটা এত সুন্দর করে একটা মন্তব্য করার জন্য। আসলে আমি এ মন্তব্যটা দেখে অনেক খুশি হয়েছি। আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit